বীর সাহাবী
দেশের পুঁজিবাজারে চলতি বছরে মে মাসটি ভালো যায়নি। অবস্থা এমন হয়েছে যে অনেক বিনিয়োগকারী যে পুঁজি নিয়ে পুঁজিবাজারে বিনিয়োগ করতে এসেছিলেন, তারা তাদের পুঁজি হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন। এছাড়া গত মে মাসে পুঁজিবাজারে বেশিরভাগ দিনই পতনের মধ্য দিয়ে গেছে। ফলে সার্বিকভাবেই পুঁজিবাজারের অবস্থা ভালো যায়নি।
বিশ্লেষকরা বলছেন, বাজেট নিয়ে সব সময় মে মাস একটু অস্থিরতার মধ্য দিয়েই যায়। তবে এ বছরের মে মাস অন্যান্য মে মাসের চেয়ে ভয়ানক খারাপ গেছে বিনিয়োগকারীদের জন্য। ফলে অনেক বিনিয়োগকারীই পুঁজিবাজার ছাড়তে বাধ্য হচ্ছেন।
মিডওয়ে সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আশেকুর রহমান বাণিজ্য প্রতিদিনকে বলেন, ‘আমাদের সামষ্টিক অর্থনীতির অবস্থা ভালো যাচ্ছে না। এই অবস্থার মধ্যে সুদ হার যেভাবে বাড়ছে এতে ব্যবসায়ীদের ওপর নেতিবাচক একটা খারাপ প্রভাব পড়বে। এছাড়া টাকার বিপরীতে ডলারের মূল্য ইতিহাসের সর্বোচ্চ অবস্থায় আছে। যেহেতু আমরা আমদানি নির্ভর অর্থনীতির দেশ, সেহেতু ডলারে আমদানি করলে তার নেতিবাচক প্রভাব পুরো অর্থনীতিতে পড়বে এটাই স্বাভাবিক। আর অর্থনীতি খারাপ থাকায় পুঁজিবাজারেও এর প্রভাব পড়ছে।’
তিনি আরও বলেন, ‘সরকার যে ট্রেজারি ইস্যু করে তা গত ২০ বছরের মধ্যে সর্বোচ্চ। সরকারই উল্টো আরও বেশি উচ্চ সুদ হার দিচ্ছে কারণ সরকারেরই টাকা দরকার। এতে বোঝা যায় সম্মিলিত সংকট সবদিক থেকেই আসছে। তবে বাজেটের পর পুঁজিবাজারের গতি আবারও বাড়বে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আল আমিন বলেন, ‘সূচকের অব্যাহত পতন বন্ধ না হলে, আর প্রতিদিন সূচক না বাড়লে যত কথাই বলা হোক বিনিয়োগকারীদের ক্রয় ক্ষমতা বাড়বে না। আর ক্রয় ক্ষমতা না বাড়লে বড়দেরও সমস্যা। বাজার নামতে নামতে এমন পর্যায়ে নেমে গেছে যে আর নামার জায়গা নেই।’
বাজার মূলধন কমেছে ৫৭ হাজার কোটি টাকা
প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চলতি মাসের ২০ কার্যদিবসের মধ্যে ১৪ দিনই বাজারে শেয়ারের দাম কমেছে। দাম বেড়েছে মাত্র ৬ দিন। টানা এই দরপতনে দিশেহারা হয়ে পড়েন বিনিয়োগকারীরা। এ সময় বাজারের মূলধন কমে যায় ৫৬ হাজার ৮৬৯ কোটি টাকা। মে মাসের শুরুর দিন অর্থাৎ ২ মে বাজারে মূলধন ছিল ৭ লাখ ৫ হাজার ৭৯১ কোটি টাকা। সেই মূলধন ২০ কার্যদিবস পর কমে দাঁড়িয়েছে ৬ লাখ ৪৮ হাজার ৯২২ কোটিতে। এ সময় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৩৬৩ দশমিক ৬৮ পয়েন্ট।
লেনদেন নেমেছে ৩০০ কোটির ঘরে
ডিএসইতে মে মাসে ৩০০ কোটির ঘরে লেনদেন হয়েছে ৩ কার্যদিবস। মাসটিতে সর্বোচ্চ লেনদেন হয় ৭ মে। এদিন ডিএসইতে লেনদেন হয় ১ হাজার ১০৮ কোটি টাকা। আর সর্বনিম্ন লেনদেন হয় ২৯ মে। এদিন লেনদেন হয় ৩০৬ কোটি ৬৭ লাখ টাকা। সেই ৭ মের পর আর হাজার কোটির ঘর স্পর্শ করতে পারেনি ডিএসই। লেনদেনের পাশাপাশি ডিএসইর সূচকও কমেছে। গত ২৯ মে ডিএসইর সূচক কমে দাঁড়ায় ৫ হাজার ২২৮ দশমিক ৫৩ পয়েন্টে।
প্রকট হচ্ছে আস্থা সংকট
পুঁজিবাজারের এমন ধারাবাহিক পতনে বিনিয়োগকারীদের মনে আস্থার সংকট ভর করেছে। বেশিরভাগ বিনিয়োগকারী আস্থা সংকটে দিশেহারা হয়ে পড়েছেন। সাইফ উদ্দিন নামে একজন বিনিয়োগকারী বলেন, ‘এই পুঁজিবাজার আমাকে শেষ করে দিয়েছে। লাভের আশায় এই মার্কেটে বিনিয়োগ করতে এসে এখন পুঁজি হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেছি। এই বাজার কবে ভালো হবে? আমরা কবে লাভের মুখ দেখব?’
কামরুল ইসলাম নামে আরেকজন বিনিয়োগকারী বলেন, ‘গত ঈদটাও ভালো মত কাটাতে পারিনি। ভালো ভালো কোম্পানির শেয়ার কিনেছিলাম। সেগুলোর দর ধারাবাহিক কমে আমার পোর্টফোলিওতে অনেক লোকসান হয়ে গেছে। অনেক লোকসানে রয়েছি। তাই এবারের ঈদটাও ভালোভাবে করতে পারব না। কোরবানির যে বাড়তি খরচ তা যোগান দেয়া সম্ভব হবে না।’
পুঁজিবাজার ছাড়লেন ১৫ হাজারের বেশি বিনিয়োগকারী
পতনের এই সময়ে শুধু মে মাসেই পুঁজিবাজার ছেড়েছেন ১৫ হাজার ৪৯৩ জন বিনিয়োগকারী। তার বিপরীতে পুরো মাসে পুঁজিবাজারে নতুন করে যুক্ত হয়েছেন ৮ হাজার বিনিয়োগকারী। ফলে যত বিনিয়োগকারী বাজার ছেড়েছেন, তার প্রায় অর্ধেক বিনিয়োগকারী নতুন করে বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাব খুলে বাজারে যুক্ত হয়েছেন। বিনিয়োগকারীদের বিও হিসাব ও স্বয়ংক্রিয় পদ্ধতিতে শেয়ার ধারণকারী প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড বা সিডিবিএলের তথ্য থেকে এ চিত্র পাওয়া গেছে।
সিডিবিএলের তথ্য অনুযায়ী, গত ৩০ এপ্রিল পুঁজিবাজারে শেয়ারশূন্য বিও হিসাবের সংখ্যা ছিল ৩ লাখ ৬৮ হাজার ৪৩৫টি। আর মাসের শেষ কার্যদিবসে অর্থাৎ গত ৩০ মে তা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৮৩ হাজার ৯২৮টিতে। অর্থাৎ মে মাসজুড়ে ১৫ হাজার ৪৯৩ জন বিনিয়োগকারী তাদের হাতে থাকা সব শেয়ার বিক্রি করে দিয়েছেন।
শেয়ারশূন্য বিও হিসাবের সংখ্যা বেড়ে যাওয়ায় কমেছে শেয়ারসহ বিও হিসাবের সংখ্যা। মে মাসের শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সক্রিয় তথা শেয়ারসহ বিও হিসাবের সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৩ লাখ ৩০ হাজার ৩২৯টিতে। অথচ এপ্রিলের শেষ দিনে শেয়ারসহ বিও হিসাবের সংখ্যা ছিল ১৩ লাখ ৪৩ হাজার ৬৩৯টি।
অল্প আশা জাগিয়েও লেনদেন তলানীতে
গতকাল সোমবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১ দশমিক ৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৩৫ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ১ দশমিক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৩৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১০ দশমিক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৫৬ পয়েন্টে।
এদিন ডিএসইতে ৩৮৮ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ৩৪৯ কোটি ৪৯ লাখ টাকার। ডিএসইতে ৩৯১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৮১টির, কমেছে ১৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টির।
অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএই) লেনদেন হয়েছে ৭৭ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট। আগের দিন লেনদেন হয়েছিল ৮৭ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও ইউনিট। এদিন সিএসইতে ২২২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৯টির, কমেছে ১১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টি প্রতিষ্ঠানের। আগের দিন লেনদেন হয়েছিল ২২৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। এরমধ্যে দর বেড়েছিল ৮৫টির, কমেছিল ১১৫টির এবং অপরিবর্তিত ছিল ২৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট।
এম জি