গায়ক হওয়ার আগে ক্রিকেটারই ছিলেন আসিফ আকবর। গান গেয়ে জনপ্রিয়তা পেলেও এখনো ক্রিকেটকে ভুলতে পারেননি তিনি। বরং সুযোগ পেলেই ব্যাট-প্যাড পরে নেমে যান মাঠে। তারই প্রমাণ পাওয়া গেল শনিবার (৬ মার্চ) দুপুরে।
এদিন হঠাৎই দেখা যায় নিজ জন্মস্থান কুমিলার জিলা স্কুল মাঠে ব্যাট করছেন ‘ও প্রিয়া’ খ্যাত গায়ক। স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত টি-১০ ক্রিকেট টুর্নামেন্টে স্থানীয় সূর্যতরুণ বয়েস ক্লাবের হয়ে তার এই মাঠে নামা।
পয়াত ক্রিকেট একাদশের বিরুদ্ধে ম্যাচে শেষ ওভারে ব্যাট করার সুযোগ পান আসিফ। মাত্র ৩ বলের মোকাবিলায় ৯ রানে অপরাজিত থাকেন তিনি। এরমধ্যে দ্বিতীয় বলে মারেন একটি বিশাল ছক্কা। শেষ পর্যন্ত আসিফের দল ম্যাচটি হেরে গেলেও দর্শকদের করতালিতেই মাঠ ছাড়েন তিনি।
এর আগে ফিল্ডিংয়ে পুরোটা সময় দলকে উজ্জীবিত রাখতে দেখা যায় আসিফকে। তাকে উৎসাহ দিতে মাঠে উপস্থিত ছিলেন তার স্ত্রী বেগম সালমা আসিফ মিতু। এছাড়া আসিফ আসার খবর পেয়ে মাঠে ছুটে আসেন তার অনেক ভক্ত। আসিফের ব্যাটিংয়ের সময় বাজানো হয় তার গাওয়া ক্রিকেটের জনপ্রিয় গান ‘শাবাশ বাংলাদেশ’।
মাঠে নামের আগে আসিফ বলেন, ‘অনেকদিন পর মাঠে নামবো পুরনো কলিগদের সঙ্গে। এ খেলায় জয় পরাজয়ের চেয়ে মূখ্য ক্রিকেটীয় স্পিরিট। নিজের এলাকায় প্রশান্তির খোঁজে আসলাম। ধন্যবাদ সূর্যতরুণ ক্লাব। আয়োজকদের প্রতিও কৃতজ্ঞতা।’
জানা যায়, এদিন প্রায় ২০ বছর পর প্রিয় জিলা স্কুল মাঠে ক্রিকেট খেলতে নামেন আসিফ।