Top
সর্বশেষ

রাত যত গভীর হয়, সীমান্তে গরু চোরাচালান ততই বৃদ্ধি পায়

১১ জুন, ২০২৪ ১২:০৭ অপরাহ্ণ
রাত যত গভীর হয়, সীমান্তে গরু চোরাচালান ততই বৃদ্ধি পায়

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে চোরাকারবারিদের মাঝে আগেই যেন সৃষ্টি হয়েছে দারুণ ঈদের আমেজ। সীমান্তবর্তী এলাকাগুলোতে রাত যত গভীর হয়, গরু চোরাচালানের তৎপরতা যেন ততই বৃদ্ধি পায়। সীমান্ত ডিঙিয়ে কিছুদূর এগোতেই প্রস্তুত থাকে ট্রাক। সেই ট্রাকে দলে দলে সওয়ার হচ্ছে গরু। এরপর চলে যাচ্ছে দেশের নানা প্রান্তে। এভাবেই কাঁটাতার, নদী আর পাহাড়– সবকিছু একাকার করে ভিনদেশি গরু মিশে যাচ্ছে কোরবানির হাটে।

এতে দেশীয় গবাদিপশুর মধ্যে নানারকম রোগ ছড়িয়ে পড়ছে বলে অভিযোগ খামারিদের। তাছাড়া, লোকসানের আশঙ্কাও তৈরি হয়েছে তাদের মধ্যে।

বাংলাদেশ ডেইরি ফারমার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ইমরান হোসেন বলেন, ৫৫ হাজার খামারি আমাদের সংগঠনের সদস্য। অনেক দিন ধরে আমাদের সদস্যরা তথ্য দিয়ে বলছেন, বিভিন্ন সীমান্ত দিয়ে হাজার হাজার গরু ঢুকছে। হঠাৎ করে উত্তরবঙ্গসহ বিভিন্ন এলাকায় দেশি গরুতে রোগ ছড়িয়ে পড়েছে। লাম্পি স্কিন (এলএসডি) রোগে হাজার হাজার গরু আক্রান্ত হচ্ছে।

অবশ্য ঈদ-উল আজহার জন্য চাহিদার তুলনায় বেশি পশু প্রস্তুত আছে বলে দাবি প্রাণিসম্পদ মন্ত্রীর।

কোরবানির ঈদ সামনে রেখে দেশের বিভিন্ন সীমান্তে চোরাই পথে গরু আনছে বড় একটি চক্র। এতে সরকার হারাচ্ছে বিপুল রাজস্ব।

এদিকে, কোরবানির সময় ভারত ও মিয়ানমার থেকে গরু আসবে না– সরকারের এমন ঘোষণায় আশায় বুক বেঁধেছিলেন খামারিরা। এখন সীমান্ত দিয়ে দেদার গরু ঢোকায় লোকসানের শঙ্কায় নিরাশ তারা।

মাসখানেক ধরে চলা গরু পাচারের কারণে সীমান্ত এলাকার বিভিন্ন খামারের পশুর শরীরে নানা রোগ ছড়িয়ে পড়ছে বলে অভিযোগ খামারিদের। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দেশে বৈধ পথে পশু আনতে নানা রকম পরীক্ষা-নিরীক্ষা করা হয়। অথচ চোরাই পথে আসা গরুর শরীরে রোগ আছে কিনা, তা জানার সুযোগ নেই। এতে দেশের প্রাণিসম্পদ খাতে দীর্ঘমেয়াদি ক্ষতি হতে পারে। দেশজুড়ে অজানা ভাইরাস ছড়িয়ে পড়লে তা সামাল দেওয়া কঠিন হবে। চোরাই পথে আসা পশু মানব স্বাস্থ্যের জন্য ঝুঁকি বয়ে আনতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুর রহমান বলেন, রাতের অন্ধকারে কিছু গরু ঢুকছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। তবে সীমান্ত রক্ষাকারী বাহিনী তাদের তৎপরতা অব্যাহত রেখেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি জানানো হয়েছে। রাষ্ট্র কোনোভাবেই কোরবানির জন্য কাউকে পশু আমদানি করার অনুমতি বা বৈধতা দেয়নি। প্রশাসন কঠোর অবস্থানে আছে।

তিনি বলেন, এক কোটি ৩০ লাখ গরু প্রস্তুত আছে। সারাদেশে চাহিদা এক কোটি সাত লাখ। অর্থাৎ, চাহিদার তুলনায় প্রায় ২৩ লাখ গরু উদ্বৃত্ত আছে।

এএন

শেয়ার