Top
সর্বশেষ

চামড়া বিক্রি করতে গিয়ে হতাশ মৌসুমি ব্যবসায়ীরা

১৮ জুন, ২০২৪ ৯:২৫ পূর্বাহ্ণ
চামড়া বিক্রি করতে গিয়ে হতাশ মৌসুমি ব্যবসায়ীরা

চামড়া নিয়ে চরম বেকায়দায় পড়েছেন মৌসুমি ব্যবসায়ী ও ফড়িয়ারা। রাত গড়িয়ে ভোর হলেও চামড়া বিক্রি করতে পারেননি তারা। এতে নষ্ট হয়ে যাচ্ছে ব্যবসায়ীদের শত শত চামড়া। ফলে মৌসুমি ব্যবসায়ীদের মাঝে দেখা যাচ্ছে হতাশার ছাপ।

মঙ্গলবার (১৮ জুন) দিনগত রাত আড়াইটা। চান্দিনা রামমোহন সড়কের চান্দিনার হারং এলাকায় চামড়া নিয়ে বসে থাকতে দেখা গেছে মৌসুমি চামড়া ব্যবসায়ী আলী হোসেনকে।

তিনি জানান, আমি গড়ে সাড়ে ৪০০ টাকা দরে মোট ৩৭টি চামড়া কিনেছি। সন্ধ্যা থেকে বসে আছি অথচ ৩০০ টাকার বেশি কেউ বলেনি।

রাত ১২টার পর এ পর্যন্ত (রাত আড়াইটা) কেউ এসে জিজ্ঞাসাও করেনি। কী করব চিন্তা করতে পারছি না। সকাল পর্যন্ত চামড়াগুলো নষ্ট হয়ে যাবে।

তিনি আরো জানান, শুধু আমি না।

আমার মতো এমন অনেক ব্যবসায়ী কিছু টাকা আয়ের জন্য ধারদেনা করে চামড়া কিনেছে। এসব চামড়া বিক্রি করতে না পারলে পথে বসতে হবে।

কুমিল্লার সবচেয়ে বড় চামড়ার হাট চান্দিনা ও দাউদকান্দি উপজেলার সীমান্তবর্তী ইলিয়টগঞ্জ বাজার। ওই হাটে মৌসুমি ব্যবসায়ীরা চামড়া নিয়ে আসলে অর্ধেক দামও বলেন না আড়তদাররা।

সোমবার (১৭ জুন) রাত ১০টায় পিকআপযোগে ৯০ পিস চামড়া নিয়ে আসেন মৌসুমি ব্যবসায়ী আজগর আলী।

এ আড়ত থেকে ওই আড়ত, এমনভাবে ২ ঘণ্টা ঘুরে চামড়া বিক্রি করতে না পেরে কেঁদে ফিরে গেছেন তিনি।

তিনি জানান, চামড়া নিয়ে দাউদকান্দি টোল প্লাজা অতিক্রম করতে পারছে না ব্যবসায়ীরা। মোবাইল কোর্ট বসিয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছে শতাধিক চামড়ার গাড়ি। এ হাটে আনার পর ২০০ টাকার বেশি কেউ বলছেন না। তাও আবার বাকিতে বিক্রি। প্রতি চামড়ার ৩০০ টাকা লোকসান দেওয়া কি সম্ভব। তিনি ক্ষোভ ঝেড়ে বলেন, নিরুপায় হলে পানিতে ফেলে দেব।

চামড়ার গুণগত মান রক্ষায় ৭ ঘণ্টার মধ্যে চামড়ায় লবণ দিয়ে সংরক্ষণের কথা থাকলেও বিক্রি করে দেওয়ার আশায় ১২-১৫ ঘণ্টায়ও লবণ দিতে পারেনি মৌসুমি ব্যবসায়ীরা। এতে করে চামড়ার গুণগত মান নষ্ট হচ্ছে।

এদিকে, সোমবার বিকেল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজা থেকে ঢাকামুখী চামড়াবাহী সকল ট্রাক-পিকআপ আটকে ফিরিয়ে দেওয়া হচ্ছে।

ঢাকায় একসঙ্গে চামড়া প্রবেশ করিয়ে যাতে পচে যাওয়ার আশঙ্কা তৈরি না হয়, সে জন্য মন্ত্রণালয়ের নির্দেশে কুমিল্লা জেলা প্রশাসন, জেলা ও হাইওয়ে পুলিশ যৌথভাবে নজরদারি করে এসব গাড়ি আটক করে ফিরিয়ে দেয়। যেখান থেকে চামড়াগুলো আনা হয়েছে, সেখানে ফিরিয়ে নিয়ে তাদের স্থানীয়ভাবে চামড়া সংরক্ষণের জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে।

এএন

শেয়ার