ঈদুল আজহার ছুটি শেষে টানা পাঁচ দিন পর বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হয়েছে।
বন্দর সংশ্লিষ্টরা জানান, শুক্র ও শনিবার সরকারি ছুটিসহ ১৭ জুন ঈদুল আজহা উপলক্ষে ১৪ থেকে ১৮ জুন পর্যন্ত বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। বুধবার সকাল থেকে চালু হয়েছে বন্দর ও কাস্টমসের কার্যক্রম। শুরু হয়েছে আমদানি ও রপ্তানি। দেশের বিভিন্ন এলাকা থেকে বন্দরে আসছে রপ্তানিকৃত পণ্য বোঝাই ট্রাক।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক রেজাউল করিম জানান, ১৪ জুন থেকে ১৮ জুন পর্যন্ত বন্ধের পর আজ থেকে চালু হয়েছে পোর্ট। কয়েক দিনের ক্ষতি পুষিয়ে নিতে রাতদিন আমদানি-রপ্তানি বাণিজ্যসহ পণ্য লোড আনলোডের কাজ চলবে।
এম জি