পুঁজিবাজারে তালিকাভুক্ত এবি ব্যাংক পিএলসি ও শাশা ডেনিমস লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এবি ব্যাংকের ক্রেডিট রেটিং করেছে আরগুস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড। দীর্ঘ মেয়াদে ব্যাংকটির রেটিং মান হচ্ছে- এ+। আর স্বল্প মেয়াদে রেটিং এসটি-২।
২০২৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিক অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য বিষয়াদির উপর ভিত্তিতে এবি ব্যাংক লিমিটেডের এ রেটিং নির্ণয় করা হয়েছে।
অপরদিকে, শাশা ডেনিমসের ক্রেডিট রেটিং করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড। দীর্ঘ মেয়াদে কোম্পানিটির রেটিং মান হচ্ছে- এএ৩। আর স্বল্প মেয়াদে রেটিং এসটি-২।
কোম্পানিটির ৩০ জুন, ২০২৩ তারিখ পর্যন্ত নিরীক্ষিত, ৩০ জুন, ২০২৩ তারিখ পর্যন্ত অনিরীক্ষিত ও ৩১ মে ২০২৪ তারিখ পর্যন্ত ব্যাংক দায় ও অন্যান্য বিষয়াদির উপর ভিত্তিতে শাশা ডেনিমস লিমিটেডের এ রেটিং নির্ণয় করা হয়েছে।
এসকেএস