দিনাজপুরের হিলিতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ, পেঁয়াজ বীজ ও সার বিতরণ করা হয়েছে।
রোববার (২৩ জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়ের সভাপতিত্বে ১ হাজার ৩০ জন কৃষকের মাঝে এসব বীজ ও সার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন রাজ, হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলার ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, হাকিমপুর থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম, হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব, বোয়ালদাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছদরুল ইসলামসহ আরও অনেকে।
উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগম বলেন, উপজেলার ১ হাজার কৃষকের মাঝে ৫ কেজি করে আমন ধানের বীজ, ১০ কেজি ডিওপি, ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে এ ছাড়াও ৩০ জন কৃষককে ১ কেজি করে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ, ২০ কেজি ডিওপি ও ২০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে।
এম জি