প্রতিবছর বন্যায় মারাত্মক ক্ষতির মধ্যে পড়তে হয় দেশের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত সিলেট জেলায় বসবাসরত বাসিন্দাদের। চলতি বছরেও তার ব্যতিক্রম নয়। তবে এবারের বন্যা পরিস্থিতিতে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা অন্যান্য যেকোনো বছরের চেয়েও অনেক বেশি বলে ধারণা করছেন গবেষণা সংস্থাগুলো। এবছর বন্যা পরিস্থিতিতে সিলেট জেলায় বন্যায় আক্রান্ত হয়েছে ১০ লাখেরও বেশি মানুষ। বন্যায় আক্রান্ত এসকল মানুষের জন্য বরাদ্দ দেয়া হয়েছে নগদ ৫৩ লাখ ৭৫ হাজার টাকা। যা হিসেব করলে দেখা যায় মাথাপিছু বরাদ্দ পরে মাত্র ৫ টাকা।
জেলার সব কটি উপজেলাসহ সিলেট শহরও বন্যায় প্লাবিত হয়েছে। সিলেট শহরে বন্যা আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় ৬০ হাজার, আর সদর উপজেলায় ৭০ হাজারের বেশি। সবচেয়ে বেশি এক লাখ ৮৫ হাজার মানুষ বন্যায় আক্রান্ত হয়েছে ওসমানীনগর উপজেলায়।
বন্যায় আক্রান্ত এসব মানুষের জন্য সরকারিভাবে যে ত্রাণ বরাদ্দ দেওয়া হয়েছে তা অপ্রতুল। গত ২৯ মে থেকে গত ২১ জুন পর্যন্ত সরকারের পক্ষে সিলেট জেলায় বন্যা আক্রান্ত মানুষের জন্য নগদ ৫৩ লাখ ৭৫ হাজার টাকা এবং ১১৭৫.৫০ মেট্রিক টন বা ১১ লাখ ৭৫ হাজার ৫০০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
হিসাব করে দেখা গেছে, বন্যায় ক্ষতিগ্রস্ত এসব মানুষ মাথাপিছু ত্রাণ পেয়েছে পাঁচ টাকা ১৫ পয়সা এবং এক কেজি ১২৫ গ্রাম চাল। শুকনা খাবারের প্যাকেট পেয়েছে বন্যা আক্রান্ত ২১৭ জন মানুষের বিপরীতে একজন।
বন্যাসংক্রান্ত সিলেট জেলা প্রশাসনের দেওয়া হিসাব বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে।
জেলা প্রশাসন থেকে গত শুক্রবার (২১ জুন) দুপুরে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী ওই দিন পর্যন্ত সিলেট জেলায় বন্যা আক্রান্ত মানুষের সংখ্যা ছিল ১০ লাখ ৪৩ হাজার ১৬১। একই দিন রাতে গণমাধ্যমে পাঠানো আরেক বিজ্ঞপ্তিতে ওই দিন পর্যন্ত ত্রাণ বিতরণের তথ্য তুলে ধরা হয়।
ওই তথ্য থেকে উপজেলাভিত্তিক বরাদ্দ পর্যালোচনা করে দেখা গেছে, সবচেয়ে বেশি মাথাপিছু ১৩.৯১ টাকা করে ত্রাণ সহায়তা পেয়েছে ফেঞ্চুগঞ্জের বন্যাক্রান্তরা, সবচেয়ে কম ত্রাণ পেয়েছে ওসমানীনগরে মাথাপিছু এক টাকা ৩৫ পয়সা।
মাথাপিছু সবচেয়ে বেশি চালের বরাদ্দ তিন কেজি ৩৩০ গ্রাম করে পেয়েছে ফেঞ্চুগঞ্জে, সবচেয়ে কম মাথাপিছু ৪০০ গ্রাম করে ওসমানীনগর উপজেলায়। শুকনা খাবারের প্যাকেটের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রতি ৮১ জনে একজন পেয়েছে বিশ্বনাথে, আর সবচেয়ে কম প্রতি ৫২৯ জনে একজন পেয়েছে ওসমানীনগর উপজেলায়।
উপজেলা পর্যায়ে ত্রাণ বরাদ্দ বিশ্লেষণ করে দেখা যায়, সিলেটের ওসমানীনগর উপজেলায় বন্যাক্রান্ত মানুষের সংখ্যা এক লাখ ৮৫ হাজার। এ উপজেলায় ৬৯ মেট্রিক টন চাল, জিআর নগদ দুই লাখ ৫০ হাজার টাকা এবং ৩৫০ প্যাকেট শুকনা খাবার বিতরণ করেছে প্রশাসন। সে হিসাবে মাথাপিছু চাল বরাদ্দ দেওয়া হয়েছে ৪০০ গ্রামের কম, নগদ অর্থ এক টাকা ৩৫ পয়সার কিছু বেশি।
তাছাড়া এ উপজেলায় প্রতি ৫২৯ জনের মধ্যে একজন পেয়েছে শুকনা খাবারের প্যাকেট।
এএন