Top
সর্বশেষ

ছাগলকাণ্ডের মতিউরের সঙ্গে গভর্নরের ছবি ভাইরাল

২৬ জুন, ২০২৪ ১১:০৬ অপরাহ্ণ
ছাগলকাণ্ডের মতিউরের সঙ্গে গভর্নরের ছবি ভাইরাল
অর্থনৈতিক প্রতিবেদক :

১৫ লাখ টাকার ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য পদ থেকে সদ্য প্রত্যাহার হওয়া ও রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের পরিচালক থেকে বাদ পড়া মতিউর রহমানের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সখ্যতা নিয়ে আলোচনার মধ্যেই এবার দু’জনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। একটি ছবিতে দু’জনকে হজের এহরাম বাঁধা অবস্থায় দেখা যাচ্ছে। অপর ছবিতে বাংলাদেশ ব্যাংকে গভর্নরের কার্যালয়ে আব্দুর রউফ তালুকদারকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন মতিউর।

বুধবার (২৬ জুন) সন্ধ্যার পর থেকে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তাদের ফেসবুক আইডিতে এসব ছবি পোস্ট করে তীব্র ভাষায় সমালোচনা করছেন।

মতিউর রহমান ২০২২ সালের ১ ফেব্রুয়ারি তিন বছরের জন্য সোনালী ব্যাংকের পরিচালক পদে নিয়োগ পান। বর্তমান গভর্নর আব্দুর রউফ তালুকদার ওই সময় অর্থসচিব ছিলেন। তার জোর সুপারিশে তিনি সোনালী ব্যাংকের পরিচালক হয়েছিলেন এমন আলোচনার মধ্যে এই ছবি সামনে এল।

জানা গেছে, একটি ছবি ২০২৩ সালে হজের সময়ে সৌদি আরবে তোলা। অপর ছবিটি ২০২২ সালের আগস্টে আব্দুর রউফ তালুকদার গভর্নর নিয়োগের পর তাকে শুভেচ্ছা জানাতে বাংলাদেশ ব্যাংকে যান মতিউর রহমান। বুধবার ছবি দু’টি ভাইরাল হলেও গত কয়েকদিন ধরে দু’জনের সখ্যতা বিষয়ে বিভিন্ন মাধ্যমে আলোচনা চলছে।

গত রোববার কয়েকটি গণমাধ্যমের পক্ষ থেকে লিখিতভাবে গভর্নরের কাছে এ বিষয়ে প্রশ্ন করা হয়। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হকের মাধ্যমে প্রশ্ন করলে ওই দিনই তিনি তা গভর্নরের কাছে পৌঁছে দেন বলে গণমাধ্যমকে জানান। গভর্নরের কাছে সেখানে জানতে চাওয়া হয়- তিনি অর্থ সচিব থাকা অবস্থায় মতিউর রহমানকে সোনালী ব্যাংকের পরিচালক বানাতে হস্তক্ষেপ এবং মতিউরের মাধ্যমে বেনামে শেয়ারবাজারে বিনিয়োগ বিষয়ে যে অভিযোগ উঠেছে এ বিষয়ে তার মন্তব্য কী?

এ বিষয়ে বুধবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক গণমাধ্যমকে বলেন, ‘গভর্নর জানিয়েছেন এসব সঠিক না।’

মতিউরের দুর্নীতি নিয়ে ব্যাপক আলোচনার মধ্যে গত সোমবার সোনালী ব্যাংকের পরিচালক পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এর আগে গত রোববার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের সভাপতির পদ থেকে তাকে প্রত্যাহার করে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়। দুদকের অনুরোধে মঙ্গলবার মতিউর, তার দুই স্ত্রী ও পাঁচ সন্তানের ব্যাংক ও বিও অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। এর আগে গত সোমবার মতিউর, তার প্রথম স্ত্রী লায়লা কানিজ ও ছেলে আহমদ তৌফিকুর রহমানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

অনিয়ম-দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদের মালিক হওয়ায় অনেক আগ থেকেই এনবিবারে আলোচিত মতিউর রহমান। এর আগে বিভিন্ন সময়ে দুদকে তার বিরুদ্ধে অভিযোগ এলেও শেষ পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে এবার ঈদুল আজহার আগে এনবিআরের সদস্য মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রীর পক্ষের ছেলে মুশফিকুর রহমান ইফাত ১৫ লাখ টাকার ছাগল কিনতে গিয়ে আলোচনায় আসেন। ড. মো. মতিউর রহমানের দুই স্ত্রী হলো লায়লা কানিজ ও শাম্মী আখতার শিবলী। আর পাঁচ সন্তানের মধ্যে প্রথম স্ত্রীর পক্ষের সন্তান ফারজানা রহমান ইপ্সিতা, আহাম্মেদ তৌফিকুর রহমান অর্ণব, দ্বিতীয় স্ত্রীর পক্ষের সন্তান ইফতিমা রহমান মাধুবী, মুশফিকুর রহমান ইফাত ও ইরফানুর রহমান ইরফান। ছাগলকাণ্ড নিয়ে আলোচনার মধ্যে মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের আর প্রকাশ্যে দেখা যায়নি। তারা দেশ ছেড়েছেন এমন আলোচনার মধ্যে কর্মস্থলেও যাননি তিনি।

এএ

শেয়ার