Top

প্রতারণার মামলায় লিন্ডের এমডির বিচার শুরু

২৭ জুন, ২০২৪ ১২:৫৫ অপরাহ্ণ
প্রতারণার মামলায় লিন্ডের এমডির বিচার শুরু
নিজস্ব প্রতিবেদক :

লিন্ডে বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সুজিত পাইসহ ৬ জনের বিরুদ্ধে প্রতারণার মামলায় বিচার শুরু করেছেন আদালত। গতকাল বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম আসামিদের অব্যাহতির আবেদন না মঞ্জুর করে চার্জগঠনের আদেশ দেন। একইসঙ্গে আসামিরা অভিযোগ অস্বীকার করায় আগামী ১৭ অক্টোবর সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করা হয়েছে।

মামলার অপর আসামিরা হলেন- ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সুজিত পাই, ব্যবস্থাপনা পরিচালকের উপদেষ্টা এরফান সিহাবুল মতিন, সহযোগী পরিচালক চৌধুরী নুরুর রহমান, মো. আনিছুজ্জামান, ফাতেমা জাহাঙ্গীর ও মো. ইমাম হোসেন খান। আসামিদের মধ্যে সুজিত পাই পলাতক। অপর ৫ আসামি জামিনে রয়েছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, লিন্ডে বাংলাদেশ লিমিটেড কানেক্ট ডিস্ট্রিবিউশন লিমিটেডকে দিয়ে ডিস্ট্রিবিউশন চুক্তির বাইরেও ভেন্ডর হিসেবে নিয়োগ দিয়ে সারাদেশ থেকে লিন্ডের টেস্ট ডিউ খালি সিলিন্ডার লিন্ডের ফ্যাক্টরিতে পরিবহনের কাজের জন্য পারচেজ অর্ডার দেয়। সেই হিসেবে ২০১৯ সালের জানুয়ারি মাস থেকে ২০২২ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত কানেক্ট ডিস্ট্রিবিউশন লিমিটেড এই কাজ করে আসছিল এবং নিয়মিত কাজের বিনিময়ে বিল সাবমিট করলেও কোনো বিল পরিশোধ করেনি। কানেক্ট ডিস্ট্রিবিউশন লিমিটেড ৪ হাজার ৯৮২টি সিলিন্ডার পরিবহন করে পরিবহন ভাড়া বাবদ ১৮ লাখ ৯৯ হাজার ৭শত ৫৬ টাকা পাওনা হয়। ওই টাকা পরিশোধ না করায় কানেক্ট ডিস্ট্রিবিউশন লিমিটেডের পক্ষে খোন্দকার এরশাদ জাহান বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

তথ্য বলছে, বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে লিন্ডে বাংলাদেশ লিমিটেড বিওসি বা বাংলাদেশ অক্সিজেন লিমিটেড নামে ব্যবসা পরিচালনা করে আসছিল। সম্প্রতি নাম পরিবর্তন করে ৬০ শতাংশ শেয়ার ইন্ডিয়ান কোম্পানির মালিকানায় আসার পর লিন্ডে বাংলাদেশ লিমিটেড নামে বাংলাদেশে ব্যবসা পরিচালনা করতে থাকে। মূলত গত তিন বছর ধরে কোম্পানির ব্যবসা ধারাবাহিকভাবে কমতে থাকে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি লিন্ডে বাংলাদেশ তাদের ঝালাই রডের ব্যবসা বাংলাদেশ থেকে গুটিয়ে নেয়ার সিদ্ধান্ত নেয় এবং আমেরিকান আরেকটি কোম্পানি ইসাবের (ইএসএবি) কাছে বিক্রির সিদ্ধান্ত গ্রহণ করে।

তথ্য অনুযায়ী, ক্রমাগত তিন বছর ধরে ব্যবসা মন্দা যাওয়ার পরেও চলতি জুন মাসে কোম্পানিটি প্রায় ১৫৪০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে যা লিন্ডের ইতিহাসে বিরল। গত বছরগুলোতে যখন লিন্ডের ব্যবসা খুবই ভালো এবং একচেটিয়া ছিল তখনও লিন্ডে সর্বোচ্চ ৪০০ থেকে ৫০০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করতো। এ মাসে এ ধরনের ১৫৪০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করার ফলে প্রতিটি শেয়ারের বিপরীতে প্রায় ১৫৪ টাকা লভ্যাংশ পাবে শেয়ারহোল্ডাররা। কোম্পানিটির মোট শেয়ারের ৬০ শতাংশই রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে।

সার্বিক বিষয়ে জানতে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সুজিত পাইয়ের মোবাইল নম্বরে ফোন দেয়া হলে তার নম্বরটি বন্ধ দেখায়। এরপর এমডির উপদেষ্টা এরফান সিহাবুল মতিনকে ফোন দেয়া হলে তিনি বাণিজ্য প্রতিদিনকে বলেন, ‘আমি এ ব্যাপারে কিছু বলতে পারব না। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলা আমার নিষেধ আছে। আর সুজিত পাই এখন দেশে নেই।’

এরপর লিন্ডে বিডির কোম্পানি সচিব আবু মোহাম্মদ নিসারকে ফোন দেয়া হলে তিনি বাণিজ্য প্রতিদিনকে বলেন, ‘আমি মিটিংয়ে আছি এখন ব্যস্ত। আপনি পিএবিএক্সে ফোন দেন সেখান থেকে আপনাকে বিস্তারিত বলা হবে।’ এপর তিনি ফোন কেটে দেন।

এরপর কোম্পানি প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) মো. আনিসুজ্জামান এবং সেলস ও মার্কেটিংয়ের সহযোগী পরিচালক চৌধুরী নুরুর রহমানকে ফোন দেয়া হলে তারা কেউই ফোন রিসিভ করেননি।

 

এসকেএস

শেয়ার