Top
সর্বশেষ

বর্ষা নিয়ে আসে ডেঙ্গু আতঙ্ক

০২ জুলাই, ২০২৪ ১০:২২ পূর্বাহ্ণ
বর্ষা নিয়ে আসে ডেঙ্গু আতঙ্ক
আবু ছালেহ আতিফ :

# অন্য বছরের তুলনায় এখনো কম আক্রান্তের হার
# আক্রান্ত বেড়ে যাবে আগস্ট-সেপ্টেম্বরে
# আক্রান্তে বেশি পুরুষ,মৃত্যুতে নারী

“চিকিৎসার কোনো ঘাটতি নেই হাসপাতাগুলোতে”-স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন
“ ডেঙ্গু নির্মূল করতে দরকার জনসচেতনতা ও জনসম্পৃক্ততা ”-অধ্যাপক ড.কবিরুল বাশার-কীটতত্ববীদ

চলে এসেছে বর্ষাকাল। আর এ বৃষ্টির মৌসুম আসলেই চরম পর্যায় রুপ নেয় ডেঙ্গুর প্রকোপ। মুলত বৃষ্টির পানি জমে থাকার কারনে এডিস মশার বংশ বিস্তার হয়। যেটি আমাদের কাছে ডেঙ্গু মশা নামে পরিচিত। আর এই মশার কামড় থেকেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয় মানুষ। ডেঙ্গু জ্বর প্রতিরোধ করার জন্য একমাত্র উপায় হচ্ছে এডিশ মশার বংশ বিস্তার রোধ করা । এটি করতে না পারলে চিকিৎসা দিয়ে কুলোনো সম্ভব না বলেছেন বিশেষজ্ঞরা।

সরেজমিনে কয়েকটি হাসপাতাল ঘুরে দেখা গেছে যে এখনো অন্য বছরের তুলনায় আক্রান্তের সংখ্যা কম। তবে এর কারন হয়তো বৃষ্টি কম হওয়ার জন্য হতে পারে বলছেন বিশেষজ্ঞরা। বৃষ্টি বেড়ে গেলে বেড়ে যেতে পারে এর সংখ্যা। এজন্য সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা।

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে গিয়ে দেখা গেছে ডেঙ্গু রোগী ভর্তি নামমাত্র রয়েছে কয়েকজন। নাম প্রচারে অনিচ্ছুক কয়েকজন স্বাস্থ্যসেবাকর্মী বলেন,এবছর এখনো তেমন ভর্তি হয়নি। তবে সামনে হয়তো বাড়তে পারে। এজন্য ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ইউনিটের ব্যবস্থাও করে রেখেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

পুরান ঢাকার অন্যতম ব্যস্ত হাসপাতাল ন্যাশনাল মেডিকেলের (পুরুষ) ডেঙ্গু ইউনিটের মেডিসিন ইনচার্জ সাখাওয়াত হোসেন বানিজ্য প্রতিদিনকে বলেন, অন্য বছরের তুলনায় এখনো পর্যন্ত ডেঙ্গু রোগীর ভর্তির সংখ্যা খুবই কম। যা গতবছর এ সময়ে এক থেকে দেড়শো ছিল সেটা এবছর চার থেকে পাঁচজন।

একই হাসপাতালের মহিলা ওয়ার্ড ইনচার্জ নাসিমা খাতুন ও বলছেন একই কথা। তিনি বলেন,গতবছরের তুলনায় এখনো রোগীর সংখ্যা নাই বললেই চলে। আমার এখানে (মহিলা ওয়াডের্) এখন পর্যন্ত মাত্র দুইজন ভর্তি হয়েছে। তবে এর সংখ্যা হয়তো বৃষ্টি বেশি হলে বাড়তে পারে। কেননা বৃষ্টিতে এডিস মশার জন্ম হয় এবং যার দ্বারা আক্রান্তের সংখ্যা বেড়ে যায়। ডেঙ্গুতে আক্রান্ত ও

মৃত্যু বিশ্লেষণ করে দেখা যায়,গতকাল জুন মাসের শেষদিন ঢাকার দুই সিটি সহ খুলনা,বরিশাল ,চট্টগ্রাম ও ঢাকা বিভাগে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তিও সংখা ছিল ৪৪ জন। এবং মৃত্যুর সংখ্যা ছিল ১ জন। এবং চলতি বছরের জানুয়ারি থেকে জুনের শেষ পর্যন্ত সরকারি তথ্য অনুযায়ী ,মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ছয়শো ৫১ জন। এবং মৃতের সংখ্যা ৪৪ জন। আর আক্রান্তের হার সবচেয়ে বেশি পুরুষওে ক্ষেত্রে। যা মোট আক্রান্তের ৬০.৭ শতাংশ (২২১৭)জন। যেখানে নারী ৩৯.৩ শতাংশ (১৪৩৪) জন। তবে মৃতের হার বিবেচনায় বেশি সংখ্যা নারীদের ৫৪.৫ শতাংশ ২৪ জন। যেটি পুরুষের ক্ষেত্রে ৪৫.৫ শতাংশ ২০ জন। এবং মাস অনুযায়ী হিসেব করলে, চলতি বছরের জানুয়ারি মাসে আক্রান্ত ছিল ১ হাজার ৫৫ জন, মৃত্যু ১৪ জন। ফেব্রুয়ারিতে আক্রান্ত ছিল ৩৯৯ জন, মৃত্যু ৩ জন। মার্চে ছিল ৩১১ জন, মৃত্যু ৫ জন। এপ্রিল মাসে আক্রান্ত ছিল ৫০৪ জন, মৃত্যু ২ জন। মে মাসে আক্রান্ত ছিল ৬৪৪ জন, মৃত্যু ছিল ১২ জন। জুন মাসের গতকাল পর্যন্ত আক্রান্ত ৭৫৪ জন, মৃত্যু সাতজন। সবশেষ জুন মাসের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, মাসের প্রথম সপ্তাহে হাসপাতালে এসেছেন ১৬৬ জন, দ্বিতীয় সপ্তাহে ১৭৪ জন, তৃতীয় সপ্তাহে ১২২ জন এবং ২২ থেকে ২৯ জুন পর্যন্ত হাসপাতালে এসেছেন ২৩২ জন রোগী। চলতি বছর মোট আক্রান্ত রোগীর মধ্যে শুধুমাত্র ঢাকায় আক্রান্ত হওয়া রোগী এক হাজার ৬৯ জন। যাদের মধ্যে মৃত্যু হয়েছে ৩১ জনের। অন্যদিকে ঢাকার বাইরের ৮৫ শতাংশ ডেঙ্গু রোগী তিন বিভাগে। সবচেয়ে বেশি ৯৯৮ জন আক্রান্ত হয়েছে চট্টগ্রাম বিভাগে। এই বিভাগের চট্টগ্রাম, চাঁদপুর ও কক্সবাজার জেলায় সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে। এরপর বরিশাল বিভাগের বরিশাল, বরগুনা ও পিরোজপুরে আক্রান্তের হার বেশি।

ঢাকায় আক্রান্ত ও মৃত্যু বেশি হওয়ার কারণ হিসেবে জনস্বাস্থ্যবিদরা বলছেন, মশকনিধনে কার্যকরী পদক্ষেপ না থাকা, এডিস মশা নিয়ে সচেতনতার অভাব, পরিকল্পিতভাবে এডিস মশকনিধন ব্যবস্থা না নেয়া। সবশেষ স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিসবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় ঢাকায় মশার ঘনত্ব মাপতে জরিপ চালায় স্বাস্থ্য অধিদপ্তর। জরিপে ঢাকার দুই সিটি কর্পোরেশনের ৯৯টি ওয়ার্ডের তিন হাজার ১৫২টি বাড়ি পরিদর্শন করা হয়। পরিদর্শন করা বাড়ির মধ্যে ৪৬৩টিতে এডিস মশার লার্ভা এবং পিউপা পাওয়া গেছে; যা পরিদর্শন করা মোট বাড়ির ১৪ দশমিক ৬৯ শতাংশ। লার্ভা পাওয়ার শতকরা হার বা হাউস ইনডেক্স ১০-এর বেশি হলে মশার ঝুঁকিপূর্ণ উপস্থিতি বিবেচনা করা হয়। মশার এই উপস্থিতিকে উদ্বেগজনক বলেছেন জনস্বাস্থ্যবিদরা। অবশ্য গত রবিবার রাজধানীর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ডেঙ্গু রোগ প্রতিরোধ ও এডিস মশার প্রজননস্থল নিধনে ৬টি ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। সেখানে এডিস মশার লার্ভা পাওয়ায় ১০ স্থাপনাকে এক লাখ ত্রিশ হাজার টাকা জরিমানা করেন।

উল্লেখ্য,জনস্বাস্থ্যবিদরা বলছেন, বর্ষায় এডিস মশার ঘনত্ব আরও বাড়বে। এদিকে গত কয়েকদিন আগে স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, ডেঙ্গুতে আক্রান্তদের চিকিৎসাসেবায় কোনো সংকট নেই , ‘ডেঙ্গু চিকিৎসার জন্য ওষুধপত্র, স্যালাইনসহ হাসপাতালে সার্বিক প্রস্তুতি রয়েছে। তবে সম্মিলিতভাবে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রস্তুতি যথেষ্ট। তবে এডিস মশা ঠেকাতে না পারলে চিকিৎসা প্রস্তুতিতে শুধুমাত্র ডেঙ্গু থেকে রক্ষা পাওয়া যাবে না।’

কীটতত্ত্ব নিয়ে গবেষণা করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কবিরুল বাশার। বর্তমান ডেঙ্গু ও পরবর্তী ডেঙ্গু পরিস্থিতি সম্পর্কে তার সাথে কথা হয় বানিজ্য প্রতিদিনের এ প্রতিবেদকের। এ সময় তিনি বলেন,এখনো অন্য বছরের তুলনায় দুই সিটিতে ডেঙ্গু আক্রানেÍর হার কম যেটি খুবই ভালো বার্তা দেয় যা হয়তো এখন কমই থাকবে। তবে এটি আগস্ট -সেপ্টেম্বরের দিকে দেশের বিভিন্ন স্থানে, যেমন- বরিশাল,পিরোজপুর,চট্টগ্রামে বেড়ে যাবে। ডেঙ্গু মোকাবিলায় করনীয় কি জানতে চাইলে ড. কবিরুল বাশার বলেন,এর জন্য জনসচতেনতা এবং জনসম্পৃক্ততা দুটোই জরুরী। শুধুমাত্র জনসচেতনতা দিয়েই যে এটা নির্মূল হবে তা বলা যায় না। বরং জনম্পৃক্ততা ছাড়া অর্থাৎ যারা দুই সিটিতে দায়িত্বশীল রয়েছেন তাদের মশক নিধনে খুুব বেশি সযাগ থাকতে হবে। এবং এখনো মশা ও এর লার্ভা নিধনে যে ব্যবস্থা সিটি কর্পোরেশন নিয়েছে তা আরও কঠোরভাবে নিয়মিত অব্যাহত রাখতে হবে।

শেয়ার