Top
সর্বশেষ

গুগল ক্রোমের বিরক্তিকর নোটিফিকেশন বন্ধ করবেন যেভাবে

০৪ জুলাই, ২০২৪ ৯:৪৬ অপরাহ্ণ
গুগল ক্রোমের বিরক্তিকর নোটিফিকেশন বন্ধ করবেন যেভাবে

কোটি কোটি গ্রাহক সার্ফিং-এর জন্য ক্রোম ব্যবহার করে থাকেন। অনেক সময়েই খেয়াল করে থাকবেন, যখন ক্রোম দিয়ে আপনি কোনো সাইটে প্রবেশ করেন তখন স্বয়ংক্রিয়ভাবে এক বা একাধিক নোটিফিকেশন বার্তা দেখা যায়। এটা বেশ বিরক্তিকর। বিশেষ করে কোনো ওয়েবসাইটে নিবন্ধন করা থাকলে এটি বেশি দেখা যায়। ফলে গুরুত্বপূর্ণ কাজে সময় ব্যাঘাত ঘটে।

এক্ষেত্রে ক্রোম ব্রাউজারের সেটিংস পরিবর্তন করে এ সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। তাহলে চলুন ক্রোম ব্রাউজারে নোটিফিকেশন আসা বন্ধের পদ্ধতি জেনে নেওয়া যাক:

১. নোটিফিকেশন আসা বন্ধের জন্য প্রথমে কম্পিউটার থেকে ক্রোম ব্রাউজারে প্রবেশ করতে হবে।

২. তারপর ওপরের ডান দিকে থাকা থ্রি ডট মেনুতে ক্লিক করে সেটিংস অপশন নির্বাচন করতে হবে।

৩. এরপর পরের পৃষ্ঠার বাম দিকের অপশন থেকে ‘প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি’ নির্বাচন করতে হবে।

৪. এবার ডান দিকে থাকা ‘সাইট সেটিংস’ অপশন নির্বাচন করে ‘পারমিশন’–এর নিচে থাকা নোটিফিকেশন বাটনটিতে ক্লিক করতে হবে।

৫. তারপর প্রদর্শিত অপশন থেকে ‘ডোন্ট অ্যালাউ সাইটস টু সেন্ড নোটিফিকেশন’ অপশন নির্বাচন করলেই নোটিফিকেশন আসা বন্ধ হয়ে যাবে।

স্মার্টফোনে নোটিফিকেশন আসা বন্ধের জন্য ক্রোম ব্রাউজারের ‘সেটিংস’ অপশনে প্রবেশ করে ‘সাইট সেটিংস’ নির্বাচন করতে হবে। এরপর ‘নোটিফিকেশন’ অপশনে ক্লিক করলে পরের পৃষ্ঠায় নোটিফিকেশনের পাশে একটি টগল দেখা যাবে। টগলটি বন্ধ করলেই কোনো ওয়েবসাইটের নোটিফিকেশন দেখাবে না ক্রোম ব্রাউজার।

এএন

শেয়ার