Top

টানা বৃষ্টি প্রভাব ফেলেছে চট্টগ্রামের কাঁচাবাজারে

০৫ জুলাই, ২০২৪ ৩:৩৮ অপরাহ্ণ
টানা বৃষ্টি প্রভাব ফেলেছে চট্টগ্রামের কাঁচাবাজারে
চট্টগ্রাম প্রতিনিধি :

টানা কয়েকদিনের বৃষ্টি প্রভাব ফেলেছে চট্টগ্রামের সবগুলো কাঁচাবাজারে। মাছ-মুরগি থেকে শুরু করে সবজিও বিক্রি হচ্ছে অত্যন্ত চড়া দামে। বরবটি, করলা, বেগুনসহ বেশ কয়েকটি সবজি দাম এখন সেঞ্চুরি হাকাচ্ছে। শসা ও কাঁকরোলের অবস্থাও একই। অন্যদিকে কাঁচা মরিচের কেজি ছাড়াল ৩শ টাকার উর্ধে্ধ।

শুক্রবার (৫ জুলাই) চট্টগ্রামের বাজার দেখা গেছে, সব ধরণের সবজির অতিরিক্ত বাড়তি দাম। মাছ ও মুরগির দামেও ঊর্ধ্বগতি। টানা কয়েকদিনের বৃষ্টিতে দাম বৃদ্ধির কারণ হিসেবে উল্লেখ করছেন বিক্রেতারা। অন্যদিকে এত বাড়তি দামে নিজেদের ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ ক্রেতারা।

বাজারে দেখা গেছে, প্রতিকেজি টমেটো বিক্রি হচ্ছে ১৬০ টাকায়, গাঁজর প্রতিকেজি ১শ টাকা, করলা প্রতি কেজি ১১০ টাকা, পটল প্রতি কেজি ৫০ টাকা, শসা প্রতি কেজি ১শ টাকা, বরবটি প্রতি কেজি ১১০ টাকা, ঝিঙ্গা প্রতি কেজি ৬০ টাকা, ধন্দুল প্রতি কেজি ৬০ টাকা, কচুর লতি প্রতি কেজি ৮০ টাকা, বেগুন (লম্বা) প্রতি কেজি ৭০, গোল বেগুন প্রতি কেজি ১শ টাকা, পেঁপে প্রতি কেজি ৫০ টাকা, ঢেঁরস প্রতি কেজি ৫০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৩০ টাকা, কাঁচা মরিচ প্রতি কেজি ৩শ থেকে ৩২০ টাকা, কচুর মুখি প্রতি কেজি ১শ টাকা এবং কাঁকরোল প্রতি কেজি ১শ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে হঠাৎ করেই অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। যদিও বিক্রেতারা টানা কয়েকদিনের বৃষ্টিকে সবজির অতিরিক্ত দাম বৃদ্ধি পাওয়ার কারণ হিসেবে উল্লেখ করছেন। পাশাপাশি ক্রেতারাও সবজির হঠাৎ এমন দাম বৃদ্ধির কারণে নিজেদের ক্ষোভ প্রকাশ করছেন।

সাপ্তাহিক ছুটির দিনে নগরীর রিয়াজউদ্দিন বাজারে আসা বেসরকারি চাকরিজীবী আলমগীর ভূঁইয়া বলেন, বাজারে সবজির এত দাম দেখে নিজেই হতাশ হয়েছি। অন্য সব ধরনের পণ্যের দামই আকাশ ছোঁয়া। সেই সঙ্গে আজ দেখছি সবজির দাম আরও বেড়ে গেছে।

মাছ মাংসের দাম তো আগে থেকেই বেশি সাধারণ মানুষ যে সবজি খাবে সেগুলোর দামও দেখছি আজ আকাশ ছোঁয়া হয়ে গেছে। যখন যেভাবে ইচ্ছা ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দিচ্ছে, সেখানে ক্রেতাদের কিছুই বলার নেই কিছুই করার নেই। কোনো সাধারণ মানুষ এত দাম দিয়ে এগুলো কিনে খেতে পারবে না।

বাজারের সবজি বিক্রেতা আমিনুল বলেন, বেশ কিছুদিন ধরেই সবজির কিছুটা বাড়তি দাম। তবে টানা কয়েকদিনের বৃষ্টিতে সবজির দাম আরও বেড়ে গেছে।

রিয়াজউদ্দিন বাজারেই পাইকারি সব সবজি কেনার অতিরিক্ত দাম লেগেছে। সেইসঙ্গে রাস্তা খরচসহ পরিবহন খরচ মিলিয়ে খুচরা বাজারে এর দাম আরও বেড়ে গেছে।

আরেক বিক্রেতা মনির বলেন, টানা কয়েকদিনের বৃষ্টির কারণে কৃষকরা ফসলও তুলতে পারেনি। সব মিলিয়ে পাইকারি বাজারেই সব ধরনের সবজির সরবরাহ অনেক কম। যে কারণে হঠাৎ করেই সবজির দাম বেড়ে গেছে। বৃষ্টি শেষে আবার সবজি সরবরাহ ঠিক হলে দাম ফের কমে আসবে।

অন্যদিকে বাজারে ব্রয়লার মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৭০ টাকায়, সোনালী মুরগি প্রতি কেজি ৩৩০ টাকা, কক প্রতি কেজি ৩২০ টাকা, লেয়ার প্রতি কেজি ৩২০ থেকে ৩৪০ টাকায় বিক্রি হচ্ছে।

অন্যদিকে আগের বাড়তি দামেই প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৮০ টাকায় এবং খাসির মাংস বিক্রি হচ্ছে প্রতি কেজি ১১শ টাকায়।

পাশাপাশি বাজারে সব ধরনের মাছের দামও বাড়তি যাচ্ছে। বাজারে প্রতি কেজি পাবদা বিক্রি ৫শ টাকায়, চিংড়ি প্রতি কেজি ৭শ টাকা, পাঙাশ মাছ প্রতি কেজি ২শ থেকে ২২০ টাকা, তেলাপিয়া প্রতি কেজি ২৫০ টাকা, রুই প্রতি কেজি ৩৫০ টাকা, কাতল প্রতি কেজি ৪শ টাকা, কই প্রতি কেজি ২৫০ টাকা, শিং মাছ প্রতি কেজি ৪শ টাকা, গলসা প্রতি কেজি ৫৫০ টাকা, টেংড়া প্রতি কেজি ৫৫০ থেকে ৬শ টাকা, বড় বোয়াল প্রতি কেজি ৭শ থেকে ৮শ টাকা, বড় আইড় মাছ প্রতি কেজি ৮শ টাকায় বিক্রি হচ্ছে।

এসকে

শেয়ার