Top
সর্বশেষ

বেনজীরের বাড়ি ক্রোক করতে রূপগঞ্জের পথে দুদক

০৬ জুলাই, ২০২৪ ৩:৪৩ অপরাহ্ণ
বেনজীরের বাড়ি ক্রোক করতে রূপগঞ্জের পথে দুদক
নারায়ণগঞ্জ প্রতিনিধি :

সাবেক আইজিপি বেনজীর আহমেদের নারায়াণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত বাংলো বাড়ি ক্রোক করা হবে। সেই উদ্দেশ্যে রওনা দিয়েছে দুদক টিম।

শনিবার (৬ জুলাই) বিকাল ৩ টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি দমন কমিশনের সমন্বয়ে গঠিত টিম ক্রোক করবে।

দুর্নীতি দমন কমিশনের নারায়ণগঞ্জের কার্যালয়ের উপ পরিচালক মইনুল হাসান রওশানী বিষয়টি নিশ্চিত করেছেন।

সরেজমিনে দেখা যায়, বাড়ির সামনে আব্দুল্লাহ নামে এক কেয়ারটেকার বাড়িটি সম্পর্কে তেমন কোন তথ্য দিতে রাজি হননি। বাড়িটি সাবেক আইজিপি বেনজীর আহমেদের বলে জানিয়েছে। তবে অনুমতি না থাকায় তিনি বাড়িতে কাউকে প্রবেশ করতে দেননি।

স্থানীয় সূত্রে জানা গেছে, রূপগঞ্জ উপজেলার দক্ষিণবাগ এলাকায় আনন্দ হাউজিং সোসাইটিতে কৃত্রিম লেক রয়েছে। লেকের পাশে ২৪ কাঠা জায়গাজুড়ে লাল রঙের আলিশান ডুপ্লেক্স বাড়ি।

এই বাড়ির মালিক পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ। আট বছর আগে এলাকার প্রয়াত প্রেমানন্দ সরকারের সন্তানদের কাছ থেকে ১ কোটি ৮৩ লাখ টাকায় ৫৫ শতাংশ জায়গা কেনেন তিনি। পরে বছর চারেক আগে এই জমিতে ওই বাড়ি করেন তিনি।

দুর্নীতি দমন কমিশনের নারায়ণগঞ্জের কার্যালয়ের উপ পরিচালক মইনুল হাসান রওশানী বলেন, আমাদের টিম রওনা দিয়েছে। আজকে বাড়িটি ক্রোক করা হবে।

এসকে

শেয়ার