সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ২ দশমিক ৯৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ২০৮ বারে ১ হাজার ৫৯৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪৩ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে বাংলাদেশ ল্যাম্পসের শেয়ার দর আগের দিনের চেয়ে ২ দশমিক ৯৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪৩৫ বারে ৭৬ হাজার ৪২৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা তমিজউদ্দিন টেক্সটাইলের শেয়ার দর আগের দিনের চেয়ে ২ দশমিক ৯০ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৫৪ বারে ২৬ হাজার ৭১২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩৪ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- ইউনিয়ন ব্যাংকের ২.৮৯ শতাংশ, দেশ গার্মেন্টসের ২.৮৯ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ২.৮৮ শতাংশ, বে লিজিংয়ের ২.৮৫ শতাংশ, ফ্যামিলিটেক্সের ২.৮৫ শতাংশ, গ্লোবাল ইসলামী ব্যাংকের ২.৮৫ শতাংশ এবং এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ডের ২.৮৫ শতাংশ দর কমেছে।
এসকেএস