Top

দর পতনের শীর্ষে রূপালী লাইফ ইন্স্যুরেন্স

০৯ জুলাই, ২০২৪ ৩:৪৮ অপরাহ্ণ
দর পতনের শীর্ষে রূপালী লাইফ ইন্স্যুরেন্স
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ২ দশমিক ৯৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৬০৬ বারে ৩ লাখ ৪৯ হাজার ৮৫৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ৮০ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে  ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ২ দশমিক ৯৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪৭ বারে ১৩ হাজার ৩০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৪ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ডের ইউনিট দর আগের দিনের চেয়ে ২ দশমিক ৯৪ শতাংশ কমেছে। ফান্ডটি ২১১ বারে ৯ লাখ ৭১ হাজার ৫৪২ টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৬৪ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে-শামপুর সুগার মিলসের ২.৮৯ শতাংশ, জিল বাংলা সুগার মিলসের ২.৮৮ শতাংশ, আইসিবি ইসলামীক ব্যাংকের ২.৮৫ শতাংশ, ইউনিলিভার কনজ্যুমারের ২.৮১ শতাংশ, ফনিক্স ফাইন্যান্সের ২.৭৩ শতাংশ, সী পার্ল হোটেলের ২.৭০ শতাংশ এবং পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ২.৭০ শতাংশ দর কমেছে।

 

এসকেএস

শেয়ার