গতকাল বৃহষ্পতিবার থেকে পাহাড়ি ঢল ও বর্ষণে নদ-নদীর পানি বেড়ে বিপদসীমার উপর দিয়ে বইছে। সঙ্গে উজান ভাটিতে ভারী বর্ষণে ফের বন্যার শঙ্কা জাগিয়ে তুলছে। বন্যায় বিপর্যস্ত মানুষ তৃতীয় দফায় বন্যা কবলিত হলে অসহনীয় দুর্ভোগে পড়বেন বলে জানিয়েছেন।
নদ নদীর পানি বাড়ায় ছাতক, দোয়ারা ও সুনামগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকার রাস্তাঘাট ও ঘরবাড়ি প্লাবিত হয়েছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, সুনামগঞ্জে নদ-নদীর পানি বাড়ছে। সুনামগঞ্জ পয়েন্টে সুরমার পানি শুক্রবার দুপুরে বিপদসীমার ৩০ সেন্টিমিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ১৫৫ মিলিমিটার। এতে তৃতীয়বারের মতো দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টা ভারী বর্ষণের আভাস আছে। ফলে স্বল্পকালীন বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী বলেন, নদ-নদীর পানি বেড়ে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা পরিস্থিতির সৃষ্টি হলে প্রশাসনের মোকাবেলার প্রস্তুতি আছে। আশ্রয়কেন্দ্র ও ত্রাণ প্রস্তুত আছে। তবে পরিস্থিতি এখনো স্বাভাবিক আছে বলে জানান তিনি।
এদিকে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সুনামগঞ্জে ২১ টি আশ্রয়কেন্দ্রে পাচ শতাধিক বন্যার্থী এখনো রয়েছেন। যেভাবে পানি বাড়ছে তাতে আরো বন্যার্তরা এসে উঠতে পারেন।
এম পি