Top
সর্বশেষ

বিএসইসি চেয়ারম্যান শিবলী রুবাইয়াতের পদত্যাগ

১০ আগস্ট, ২০২৪ ১০:৫৩ অপরাহ্ণ
বিএসইসি চেয়ারম্যান শিবলী রুবাইয়াতের পদত্যাগ

এবার পদত্যাগ করলেন শেয়ারবাজার নিয়ন্ত্রকসংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর শনিবার তিনি ইমেইলে পদত্যাগপত্র পাঠান। শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বিষয়টি বাণিজ্য প্রতিদিনকে নিশ্চিত করেছেন।

চলতি বছরের ২৮ মে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বিএসইসি চেয়ারম্যান হিসেবে ৪ বছরের জন্য পুনঃনিয়োগ দেন। এর আগে ২০২০ সালের ১৭ মে তাকে প্রথমবার বিএসইসির চেয়ারম্যান করা হয়।

বিএসইসির আগে তিনি সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। একাধিকবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সিনেট সদস্য এবং কোষাধ্যাক্ষ হয়েছেন। পাশাপাশি বাণিজ্য অনুষদের ডিন হিসেবে চারবার দায়িত্ব পালন করেছেন।

এর আগে শুক্রবার রাতে পদত্যাগ করেন বাংলাদেশ গভর্নর আবদুর রউফ তালুকদার।

এএ

শেয়ার