Top
সর্বশেষ

আজ ৩ কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার

১১ আগস্ট, ২০২৪ ১০:২০ পূর্বাহ্ণ
আজ ৩ কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
পুঁজিবাজার ডেস্ক :

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানির ওপর থেকে ফ্লোর প্রাইস (সর্বনিম্ন সীমা) প্রত্যাহার করে নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এতে করে তালিকাভুক্ত সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার করা হয়েছে। তবে এরমধ্যে ৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার হচ্ছে আজ রোববার থেকেই। আর বাকি ৩টির উপর ১৪ আগস্ট থেকে প্রত্যাহার করা হয়েছে।

কমিশনের নতুন সিদ্ধান্তে রোববার থেকে বেক্সিমকো, খুলনা পাওয়ার ও শাহজিবাজার পাওয়ারের উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার হবে। আর আগামী ১৪ আগস্ট থেকে বিএসআরএম লিমিটেড, ইসলামী ব্যাংক ও মেঘনা পেট্রোলিয়ামে ফ্লোর প্রাইস থাকবে না।

শনিবার (১০ আগস্ট) পদত্যাগ করা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত ইসলাম বৃহস্পতিবার (০৮ আগস্ট) এই সংক্রান্ত একটি আদেশ জারি করেছেন।

এই বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক এবং মূখপাত্র রেজাউল করিম বলেছেন, বৃহস্পতিবার বিকেল ৫টার পর ফ্লোর প্রাইস প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। তিনি জানান, এই সময় অফিস বন্ধ থাকায় বিএিইসি ওয়েবসাইটে আদেশটি প্রকাশ করা যায়নি।

 

এসকেএস

শেয়ার