Top
সর্বশেষ

গভর্নরের দায়িত্বে ডেপুটি গভর্নর নূরুন নাহার

১১ আগস্ট, ২০২৪ ৪:৪৪ অপরাহ্ণ
গভর্নরের দায়িত্বে ডেপুটি গভর্নর নূরুন নাহার

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের অবর্তমানে দায়িত্ব পালন করবেন ডেপুটি গভর্নর নূরুন নাহার।

রোববার (১১ আগস্ট) অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আর্থিক প্রতিষ্ঠানের উপসচিব আফছানা বিলকিসের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদাদের পদত্যাগজনিত কারণে ১১ আগষ্ট ২০২৪ হতে নতুন গভর্নরের যোগদানের পূর্ব পর্যন্ত দৈনন্দিন কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে বাংলাদেশ ব্যাংকের ডেটুটি গভর্নরগণ স্ব-স্ব ক্ষেত্রে তাদের দৈনন্দিন কার্যক্রম সম্পাদন করবেন।

এতে আরো বলা হয়, ডেপুটি গভর্নর নুরুন নাহার গভর্নরের দৈনিক ডাক দেখবেন এবং সংশ্লিষ্ট বিভাগে প্রেরণ করবেন।

এএ

শেয়ার