সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ৬০৭ বারে ১ লাখ ৯১ হাজার ৩৫২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ১৬ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা ইসলামীক ফাইন্যান্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭৭ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ২৫৩ বারে ৪৫ লাখ ৬৭ হাজার ৯৮০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ৬৫ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা মোজাফ্ফর হোসেনের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৬৮ শতাংশ। কোম্পানিটি ৬০৫ বারে ৯ লাখ ৫৪ হাজার ৭৫৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৯০ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –সায়হাম কটনের ৯.৪৩ শতাংশ, সায়হাম টেক্সটাইলের ৮.৯৮ শতাংশ, হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের ৮.৭৫ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৮.৫৯ শতাংশ, এসকে ট্রিমসের ৭.৪৭ শতাংশ, এবি ব্যাংকের ৬.৪৮ শতাংশ এবং কুইন সাউথ টেক্সটাইলের ৬.৩৬ শতাংশ দর বেড়েছে।
এসকেএস