Top

দর বৃদ্ধির শীর্ষে ন্যাশনাল ব্যাংক

২১ আগস্ট, ২০২৪ ৪:০২ অপরাহ্ণ
দর বৃদ্ধির শীর্ষে ন্যাশনাল ব্যাংক
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক৬৯ শতাংশ। কোম্পানিটি ২১০ বারে ১১ লাখ ৬৯ হাজার ৯৩৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮৭ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা কেএন্ডকিউয়ের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৩ দশমিক ৬৭ শতাংশ। কোম্পানিটি ৭৭৯ বারে ৫৭ হাজার ৮১২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৩৫ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা  ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ২ দশমিক ২১ শতাংশ। কোম্পানিটি ৭৩৫ বারে ৩ কোটি ৭৯ লাখ ৫ হাজার ৬৪৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫২ কোটি ৪৮ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – এটলাস বাংলাদেশের ২.১২ শতাংশ, লাভেলো আইসক্রিমের ২.০৮ শতাংশ, সানলাইফ ইন্সুরেন্সের ১.৫০ শতাংশ, রংপুর ফাউন্ড্রির ০.৬২ শতাংশ, অগ্নি সিস্টেমসের ০.৩১ শতাংশ এবং রেকিট বেনকিজারের ০.০৩ শতাংশ দর বেড়েছে।

 

এসকেএস

শেয়ার