Top

শরীয়াহভিত্তিক ব্যবসা চালু করবে লংকাবাংলা ফাইন্যান্স

২৭ আগস্ট, ২০২৪ ১২:০৬ অপরাহ্ণ
শরীয়াহভিত্তিক ব্যবসা চালু করবে লংকাবাংলা ফাইন্যান্স
পুঁজিবাজার ডেস্ক :

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতে কোম্পানি লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির ব্যবসা সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি বর্তমান ব্যবসার পাশাপাশি ইসলামিক শরীয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে। ২৫ আগস্ট (রোববার) অনুষ্ঠিত কোম্পানির ১৫৩তম পর্ষদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

ইসলামিক ফাইন্যান্স উইন্ডো চালু করার জন্য কোম্পানির সংঘবিধি ও সংঘস্মারকের সংশ্লিষ্ট ধারায় সংশোধন আনতে হবে।

এ বিষয়ে শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে ১৪ অক্টোবর (সোমবার) সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমে বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ সেপ্টেম্বর।

 

এসকেএস

শেয়ার