Top

ফ্লোর প্রাইস উঠলো আরও চার কোম্পানির

২৮ আগস্ট, ২০২৪ ৮:৩২ অপরাহ্ণ
ফ্লোর প্রাইস উঠলো আরও চার কোম্পানির

পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির ওপর থেকে ফ্লোর প্রাইস (সর্বনিম্ন সীমা) প্রত্যাহার করে নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ বুধবার বিএসইসির ৯১৬তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নিয়েছে।

বিএসইসি সূত্র মতে, ২০২১ সালের ১৭ জুন জারি করা নির্দেশনা সার্কিট ব্রেকারের ক্ষেত্রে বহাল থাকবে। তবে ইসলামী ব্যাংক এবং বেক্সিমকোর জন্য ফ্লোর প্রাইস বহাল থাকবে।

ফ্লোর উঠানো কোম্পানিগুলো হলো-খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড (কেপিসিএল), শাহজিবাজার পাওয়ার কোম্পানি, বিএসআরএম লিমিটেড এবং মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড।

শেয়ার