কোটা আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতির কারণে জুলাইয়ে কমে গিয়েছিল প্রবাসী আয়। এমনকি জুলাই মাসে গত ১০ মাসের মধ্যে সবচেয়ে কম প্রবাসী আয় এসেছিল। আগস্টের ৫ তারিখ ছাত্রজনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়ার দেশের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এতে করে বেড়েছে প্রবাসী আয়ও।
রোববার (১ সেপ্টেম্বর) প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, গেল আগস্টে দেশে প্রবাসী আয় এসেছে ২২২ কোটি ডলার (২ দশমিক ২২ বিলিয়ন)। দেশীয় মুদ্রায় যার পরিমাণ (প্রতি ডলার ১২০ টাকা ধরে) ২৬ হাজার ৬৫৬ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, একক মাস হিসাবে আগস্টে প্রবাসী আয় বেড়েছে ৬২ কোটি ডলার বা প্রায় ৩৯ শতাংশ। গত বছর অর্থাৎ ২০২৩ সালের আগস্টে রেমিট্যান্স এসেছিল ১৬০ কোটি ডলার। এছাড়া প্রবাসী আয় আগের মাসের চেয়ে ৩০ কোটি ৭৫ লাখ ৫০ হাজার ডলার বেশি এসেছে। গত জুলাই মাসে রেমিট্যান্স এসেছিল ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার; যা আগের ১০ মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০২৩ সালের সেপ্টেম্বরে রেমিট্যান্স এসেছিল ১৩৩ কোটি ডলার।
আর বরাবরের মতো গেল আগস্ট মাসেও প্রবাসী আয় আহরণের শীর্ষে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আগস্টে ব্যাংকটির মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৪০ কোটি ৫২ লাখ ডলার। আর প্রবাসী আয় আসার দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ট্রাস্ট ব্যাংক।আগস্টে ব্যাংকটির মাধ্যমে প্রবাসী আয় এসেছে ২৯ কোটি ৩১ লাখ ডলার।আর প্রবাসী আয় আহরণে তৃতীয় অবস্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসি। আগস্ট মাসে ব্যাংকটির মাধ্যমে প্রবাসী আয় এসেছে ২০ কোটি ৬৬ লাখ ডলার।
এছাড়া, জনতা ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয় এসেছে ১৫ কোটি ৫৮ লাখ ডলার, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের মাধ্যমে এসেছে ১০ কোটি ৬৫ লাখ ডলার, রূপালী ব্যাংকের মাধ্যমে এসেছে ১০ কোটি ডলার, অগ্রণী ব্যাংকের মাধ্যমে এসেছে ৯ কোটি ৬৮ লাখ ডলার এবং ঢাকা ব্যাংকের মাধ্যমে এসেছে ৮ কোটি ২৮ লাখ ডলার।
অপরদিকে, গেল আগস্ট মাসে রাষ্ট্রায়ত্ত্ব ৬টি ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৩৮ কোটি ৩৪ লাখ ডলার। বিশেষায়িত ২টি ব্যাংকের মাধ্যমে এসেছে ৭ কোটি ৮১ লাখ ডলার। ৪১টি বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৭৫ কোটি ৫০ লাখ ডলার।
কয়েকদিন আগে বাংলাদেশ ব্যাংক জানিয়েছিল, আগস্ট মাসের প্রথম ২৮ দিনে প্রবাসী আয়ের পরিমাণ ২০৭ কোটি ১০ লাখ ডলার, যা ২০২৩ সালের আগস্ট মাসের একই সময়ে ছিল ১৪৩ কোটি ১০ লাখ ডলার।
গত ৪ আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছিল ৩৮ কোটি ৭১ লাখ ২০ হাজার ডলার এবং ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত এসেছে ৬৫ কোটি ১৪ লাখ ডলার। এ ছাড়া গত ২০ আগস্ট একদিনেই প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ১০৯ মিলিয়ন ডলার। চলতি আগস্ট মাসের প্রথম ২০ দিনেই দেশে আসা রেমিট্যান্সপ্রবাহ বেড়েছে ৪০৬ মিলিয়ন ডলার বা ৩৬ শতাংশ।
এএ