Top

বিএসইসির নতুন কমিশনার হলেন ফারজানা লালারুখ

০৩ সেপ্টেম্বর, ২০২৪ ২:২৭ অপরাহ্ণ
বিএসইসির নতুন কমিশনার হলেন ফারজানা লালারুখ
পুঁজিবাজার ডেস্ক :

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) নতুন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। কমিশনার পদে নিয়োগ পেয়েছেন ফারজানা লালারুখ।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বিএসইসি ও বিআইসিএম শাখা।

উপসচিব ফরিদা ইয়াসমিন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন অনুযায়ী চার বছরের জন্য তাকে নিয়োগ দেয়া হয়েছে। সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী তার বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদি নির্ধারিত হবে।

আদেশটিকে জনস্বার্থে প্রচারিত উল্লেখ করে অবিলম্বে এটি কার্যকর হবে বলেও জানানো হয় ওই প্রজ্ঞপনে।

ফারজানা লালারুখ গত ফেব্রুয়ারিতে ইনোভেটিভ প্র্যাক্টিশনার্স অ্যান্ড থিংকার্স লিমিটেডের চেয়ারপারসন হিসেবে যোগ দেন। তিনি ১৯৯৫ থেকে ২০২১ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগে শিক্ষকতা করেছেন। গত জুলাইয়ে তিনি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্সের পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগ দেন।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএসইসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, সাবেক কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ ও ড. রুমানা ইসলাম পদত্যাগ করেন। এরপর ১৮ আগস্ট সাবেক ব্যাংকার খন্দকার রাশেদ মাকসুদকে বিএসইসির চেয়ারম্যান নিয়োগ দেয় সরকার। ২৮ আগস্ট সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আলী আকবর এবং গতকাল ফারজানা লালারুখকে সংস্থাটির কমিশনার পদে নিয়োগ দেয়া হয়।

এসকেএস

শেয়ার