দেশীয় বাণিজ্যিক ব্যাংকগুলোতে ‘হাইব্রিড’ পদ্ধতির মিটিং বাতিল করেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে ব্যাংকের পর্ষদ বা পর্ষদের সহায়ক কমিটি মিটিংয়ে পরিচালকদের শতভাগ শারীরিক উপস্থিতি থাকতে হবে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ নির্দেশনা দিয়েছে। এতে বলা হয়েছে, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের সময় ‘হাইব্রিড’ পদ্ধতির মিটিং করার নির্দেশা দিয়েছিল, এখন দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব উল্লেখযোগ্য হারে কমে আসায় এ নির্দেশনা বাতিল করা হয়েছে।
তবে, শতভাগ দেশীয় মালিকানাধীন নয় এমন ব্যাংকে বিদেশি পরিচালকদের ব্যাংকের পরিচালনা পর্ষদ ও পর্ষদের সহায়ক কমিটিসমূহের সভায় অন-লাইনে যুক্ত থেকে অংশগ্রহণ করতে পারবেন। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর করতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।
এএ