আইন ভেঙে আবারও দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বুধবার (১৮ সেপ্টেম্বর) ৯২১তম নিয়মিত কমিশন সভায় এই নিয়োগ দেওয়া হয়।
বিএসইসির পরিচালক ও মূখপাত্র ফারহানা ফারুকী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তথ্য অনুযায়ী, হুদা ভার্সী চোধুরী অ্যান্ড কোম্পানীর সিনিয়র পার্টনার এ এফ নেসারউদ্দিনকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, যিনি কিনা ডিএসইর তালিকাভুক্ত নিরীক্ষা কোম্পানির সিনিয়র পার্টনার। তাকে নিয়োগ দেওয়ার মাধ্যমে বোর্ড অ্যান্ড এডমিনিস্ট্রেশন রেগুলেশন ২০১৩ লঙ্ঘন হয়েছে।
অন্য দিকে সম্পাদক ব্যবস্থাপক প্রতিষ্ঠান এলআর গ্লোবাল এর নিরীক্ষা জালিয়াতি করার কারণে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।
বোর্ড অ্যান্ড এডমিনিস্ট্রেশন রেগুলেশন ২০১৩-তে বলা হয়েছে, কেউ যদি স্টক এক্সচেঞ্জের অথবা এর সহযোগী কোম্পানির চাকরিজীবী হয়ে থাকেন অথবা নিয়োগ প্রস্তাবনার ৩ বছর আগ পর্যন্ত কোনো কোম্পানির মালিকানায় থাকেন তাহলে তাকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেয়া যাবে না।
জানা গেছে, ডিএসইর মতামতকে উপেক্ষা করেই ২ জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয় বিএসইসি। আর এক্ষেত্রে সংস্থাটির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের একক আধিপত্য কার্যকর হয়। উনি বিএসইসির অন্য কারো কথা কোনো কর্ণপাত না নিজের পছন্দ অনুযায়ী ব্যক্তিদের নিয়োগ দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
বুধবারের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ সেপ্টেম্বর ডিএসইর পরিচালনা পর্ষদে ৭ জন স্বতন্ত্র পরিচালকের নিয়োগ প্রদান করা হয়। এরমধ্যে মাজেদুর রহমান ও হেলাল উদ্দিন দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করেন। তাদের জায়গায় হুদা ভার্সী চোধুরী অ্যান্ড কোম্পানীর সিনিয়র পার্টনার এ এফ নেসারউদ্দিন ও জেড এন কনসালট্যান্ট এর চীফ কনসালট্যান্ট ও সিইও সৈয়দা জাকেরিন বখ্ত নাসিরকে নিয়োগ দেয়া হয়েছে।
বিএইচ