Top

চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার খবর গুজব

২২ সেপ্টেম্বর, ২০২৪ ৪:৪১ অপরাহ্ণ
চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার খবর গুজব

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করা হচ্ছে বলে যে খবর ভাসছে, এটা গুজব বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান।

রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

জনপ্রশাসন সচিব বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতি বছর ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পদের হিসাব দিতে হবে। চলতি বছরও ৩১ জুলাইয়ের মধ্যে সম্পদের হিসাব বিবরণী জমা দিতে হবে বলে জানান তিনি।

মোখলেস উর রহমান জানান, ১৯৭৯ সালের সরকারি বিধি অনুযায়ী সরকারি সিলযুক্ত খামে হিসাব জমা দিতে হবে। ভুল বা অসত্য তথ্য দিলে শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচিত হবে। সম্পদ বিবরণীর তথ্য আদালত বা কর্তৃপক্ষের অনুমতি ছাড়া হস্তান্তরযোগ্য নয়। একইসঙ্গে এটি গোপনীয় দলিল, তাই তথ্য অধিকার আইন প্রযোজ্য হবে না।

তিনি আরও জানান, হিসাব জমা না দিলে লঘুদন্ড দেয়া হবে; তারপরও না দিলে গুরুদণ্ড দেয়া হয়। লঘুদণ্ড হিসেবে তিরস্কার, ধমক, পদোন্নতি বা বেতন বৃদ্ধি স্থগিত করা হবে। আর গুরুদণ্ড হিসেবে নিম্ন বেতন গ্রেডে নামানোসহ আইনানুগ বাধ্যতামূলক অবসর প্রদান, চাকরি থেকে অবসর ও বরখাস্ত করা হবে বলে জানান তিনি।

এম জি

শেয়ার