হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ সরকার ৪৯টি রফতানিকারক প্রতিষ্ঠানকে ২ হাজার ৪২০ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমতি দিয়েছে। রফতানির অনুমতির অপেক্ষায় বুধবার রাত ১২টা পর্যন্ত বন্দরে দুটি রফতানি কারকের তিনটি ট্রাকে ১২ মেট্রিক টন ইলিশ বেনাপোল বন্দর এলাকায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) অনুমতি পেলে ইলিশের ট্রাক ভারতে ঢুকতে পারে বলে জানিয়েছে একাধিক রফতানিকারক প্রতিষ্ঠান। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন সরকারের নির্দেশনা অনুযায়ী আগামী (১৩ অক্টোবর) এর মধ্যে ইলিশ রপ্তানি শেষ করতে হবে। যার প্রতি কেজি রপ্তানি মূল্য ১০ ইউএস ডলার বা বাংলাদেশি টাকায় ১১৮০ টাকা।
এ বিষয়ে বেনাপোল মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ অফিসের পরিদর্শক আসওয়াদুল ইসলাম জানান, দুর্গাপূজা উপলক্ষে ৪৯টি রফতানিকারক প্রতিষ্ঠানকে ২ হাজার ৪২০মেট্রিক টন ইলিশ রফতানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। যার প্রথম দিনে দুটি রফতানিকারকের তিনটি ট্রাকে ১২ মেট্রিক ইলিশ ভারতে প্রবেশের অনুমতির অপেক্ষায় দাঁড়িয়ে আছে। তবে মাছ রফতানির জন্য যে সকল কাগজপত্রের দরকার তার সব গুলো দেখাতে পারেনি রপ্তানিকারক প্রতিষ্ঠান। এছাড়া মৎস্য অধিদপ্তরের অনুমতিপত্র তারা এখনো পর্যন্ত হাতে পায়নি। এ অনুমতিপত্র পেলেই ইলিশের ট্রাক গুলো ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হবে বলে তিনি জানান।
এনজে