Top
সর্বশেষ

সোস্যাল ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

২৬ সেপ্টেম্বর, ২০২৪ ৬:৪৫ অপরাহ্ণ
সোস্যাল ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

সোশ্যাল ইসলামী ব্যাংকের ৫১৮তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম. সাদিকুল ইসলাম।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাকসুদা বেগম, মোঃ মোরশেদ আলম খন্দকার এবং মোঃ আনোয়ার হোসেন, এফসিএ, ব্যাংকের পরিচালকবৃন্দ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ ফোরকানউল্লাহ, উপ-ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হান্নান খান, কোম্পানি সচিব মোঃ নাজমুল আহসান।

ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম. সাদিকুল ইসলাম বলেন, সোস্যাল ইসলামী ব্যাংক শিগগিরই ঘুরে দাঁড়াবে। বাংলাদেশ ব্যাংক এরই মধ্যে তারল্য সংকট কমাতে পদক্ষেপ নিয়েছে। নন-পারফর্মিং বিনিয়োগ পুনরুদ্ধারের জন্য আমাদের প্রচেষ্টা জোরদার করছি।

তিনি আশাবাদী যে ব্যাংকটি শীঘ্রই বর্তমান পরিস্থিতি অতিক্রম করবে।

এএ

শেয়ার