Top
সর্বশেষ
ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ ১৩৭০ জনের শনাক্ত ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্টের ৩ টি নতুন প্রোডাক্ট উদ্বোধন আরব আমিরাতকে পেছনে ফেলে রেমিট্যান্স আহরণে শীর্ষ উৎস যুক্তরাষ্ট্র আরও ৩০ সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল মাওলানা সাদকে দেশে আসতে দিলে সরকারকে পালাতে হবে সাবেক এমপি মেজর মান্নানের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা আয়নাঘরের চেয়েও ভয়াবহ ঘরের সন্ধান পাওয়া গেছে: গুম কমিশন প্রধান পিলখানা হত্যা মামলার পুনঃতদন্তে হাইকোর্টের রুল সোহরাওয়ার্দীতে অনুষ্ঠিত হচ্ছে ইসলামি মহাসম্মেলন আইকিউএয়ার সূচকে আজ বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকা তৃতীয়

১০ মাস পর ইতিবাচক ধারায় সঞ্চয়পত্র বিক্রি

৩০ সেপ্টেম্বর, ২০২৪ ৮:৪৫ অপরাহ্ণ
১০ মাস পর ইতিবাচক ধারায় সঞ্চয়পত্র বিক্রি

অবশেষে ১০ মাস পর ধস কাটিয়ে ইতিবাচক ধারায় ফিরেছে জাতীয় সঞ্চয়পত্র বিক্রি। চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে মানুষ সঞ্চয়পত্র ভাঙার চেয়ে কিনেছে বেশি। আর ২০২৩-২৪ অর্থবছরের ১২ মাসের মধ্যে ১০ মাসই ছিল সঞ্চয়পত্র বিক্রিতে ধস। প্রতি মাসেই আগের আসল-সুদ বাবদ বেশি পরিশোধ করতে হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি ২০২৪-২৫ সালের প্রথম মাস জুলাইয়ে সঞ্চয়পত্র বিক্রি ইতিবাচক ধারায় ফিরেছে। এই মাসে আগের সুদ-আসল পরিশোধ করেও ২ হাজার ১৮৭ কোটি ৫৬ লাখ টাকা ইতিবাচক রয়েছে।

আর এর আগের মাস অর্থাৎ গত অর্থবছরের শেষ মাস জুনে সঞ্চয়পত্র নিট বিক্রি (ঋণাত্মক) ৩ হাজার ৩৮১ কোটি ৪৩ লাখ টাকা। অর্থাৎ বিক্রির চেয়ে আগের সুদ-আসল বাবদ বেশি পরিশোধ করতে হয়েছে ৩ হাজার ৩৮১ কোটি ৪৩ লাখ টাকা।

খাত সংশ্লিষ্টরা বলছেন, অনিয়ম-জালিয়াতির কারণে কিছু ব্যাংকে তারল্য সংকট চরম আকার ধারণ করেছে। মানুষ তাদের জমানো টাকা তুলতে গিয়ে ফিরে আসতে হচ্ছে। ব্যাংকগুলো টাকা দিতে পারছে না। এ কারণে সাধারণ মানুষ এখন বেশি লাভের চেয়ে আস্থার জায়গা খুঁজছে। কিছু ব্যাংকের চেয়ে তারা সঞ্চয়পত্রকে বেশি নিরাপদ মনে করছেন। এ কারণে ব্যাংক থেকে টাকা তুলে সঞ্চয়পত্র কিনছেন মানুষ।

আর গত অর্থবছরের ১২ মাসে (জুলাই-জুন) সঞ্চয়পত্র নিট বিক্রি ঋণাত্মক ধারায় হয়েছে। অর্থাৎ ২০২৩-২৪ অর্থবছরের ১২ মাসে আগের আসল ও সুদ বাবদ ২১ হাজার ১২৪ কোটি ৩৮ লাখ টাকা বিক্রির চেয়ে আগের সুদ-আসল বাবদ বেশি পরিশোধ করতে হয়েছে। গত অর্থবছরের প্রথম দুই মাস (জুলাই-আগস্ট) সঞ্চয়পত্র বিক্রির ধারা ইতিবাচক ছিল। এরপর সেপ্টেম্বর থেকেই নেতিবাচক ধারায় চলে যায় সঞ্চয়পত্র বিক্রি। যেটা চলে অর্থবছরের শেষ মাস জুন পর্যন্ত।

প্রতিবেদনের তথ্য বলছে, চলতি অর্থবছরের প্রথম দুই মাস (জুলাই-আগস্ট) সঞ্চয়পত্র নিট বিক্রি ৫ হাজার ৫৬২ কোটি টাকা ইতিবাচক ছিল। তবে এরপর থেকে নিট বিক্রি ঋণাত্মক হতে থাকে। সেপ্টেম্বরে ঋণাত্মক হয় ১৪৭ কোটি, অক্টোবরে ১ হাজার ৪০ কোটি, নভেম্বরে ১ হাজার ৫৫৪ কোটি, ডিসেম্বরে ২ হাজার ২০৪ কোটি, জানুয়ারিতে ১ হাজার ২৮৭ কোটি, ফেব্রুয়ারিতে ১ হাজার ৫৪১ কোটি, মার্চে ৩ হাজার ৬৫৩ কোটি, এপ্রিলে ২ হাজার ১০৩ কোটি ও মে মাসে ৩ হাজার ৯৪ কোটি টাকা ঋণাত্মক হয়।

আর সঞ্চয়পত্র বিক্রির পরিমাণ যে কমবে, তা সরকার আগেই আন্দাজ করেছিল। সে জন্য গত ২০২৩-২৪ অর্থবছরে সঞ্চয়পত্র বিক্রি করে সরকারের নিট ঋণ নেয়ার লক্ষ্যমাত্রা ধরা হয় ১৮ হাজার কোটি টাকা। আগের ২০২২-২৩ অর্থবছরে এই লক্ষ্যমাত্রা ছিল ৩৫ হাজার কোটি টাকা। সংশোধিত বাজেটে তা কমিয়ে ৩২ হাজার কোটি টাকা করা হয়েছিল। ওই অর্থবছরের শেষে নিট বিক্রি ঋণাত্মক হয়ে দাঁড়ায় ৩ হাজার ২৯৫ কোটি টাকা। তবে ২০২৪-২৫ অর্থবছরে সঞ্চয়পত্র থেকে ১৫ হাজার ৪০০ কোটি টাকা ঋণ নেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

এএ

শেয়ার