Top

ওরিয়ন ইনফিউশনের রাইট শেয়ার ইস্যুতে বিএসইসির অসম্মতি

০৬ অক্টোবর, ২০২৪ ১:৩০ অপরাহ্ণ
ওরিয়ন ইনফিউশনের রাইট শেয়ার ইস্যুতে বিএসইসির অসম্মতি
পুঁজিবাজার ডেস্ক :

পুঁজিবাজারের তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ওরিয়ন ইনফিউশন লিমিটেডের রাইট শেয়ার ইস্যুর প্রস্তাবে অসম্মতি জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ডিএসই সুত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, পরিশোধিত মূলধন বাড়ানোর জন্য রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে কোম্পানিটি শেয়ারবাজার থেকে ২০ কোটি ৩৫ লাখ ৯৭ হাজার ৬০০ টাকা উত্তোলন করতে চেয়েছিল। এজন্য বিএসইসিতে রাইট শেয়ার ইস্যুর জন্য আবেদন করেছিল। কিন্তু বিএসইসি কোম্পানিটির রাইট শেয়ার ইস্যুতে সম্মতি দেয়নি।

এর আগে কোম্পানির পরিচালনা পর্ষদের বোর্ড সভায় ২টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত হয়। পরবর্তীতে কোম্পানির বিশেষ সাধারণ সভায় (ইজিএম) বিনিয়োগকারীদের দেন কোম্পানিটি। প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছিল ১০ টাকা।

 

এসকেএস

শেয়ার