Top

লক্ষ্মীপুরে পূজামণ্ডপ পরিদর্শনে জামায়াত নেতারা

১৩ অক্টোবর, ২০২৪ ৯:২৯ পূর্বাহ্ণ
লক্ষ্মীপুরে পূজামণ্ডপ পরিদর্শনে জামায়াত নেতারা

লক্ষ্মীপুর প্রতিনিধি: হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে লক্ষ্মীপুরে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।

শনিবার (১২ অক্টোবর) রাতে জেলা শহরের শ্যামসুন্দর জিউ মন্দির ও আনন্দময়ী কালী বাড়ি মন্দির পরিদর্শন করেন তারা।

এ সময় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সবসময় হিন্দুদের নিরাপত্তার আশ্বাস দেন দলটির নেতারা।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলা শাখার আমির এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়া, জেলা সেক্রেটারি মাওলানা ফারুক হোসাইন নুর নবী, বণিক সমিতির সিনিয়র সহ-সভাপতি আবদুল আজিজ, সহকারী সেক্রেটারি মাওলানা নাছির উদ্দীন, লক্ষ্মীপুর শহর জামায়াতের আমীর এডভোকেট আবুল ফারাহ্ নিশানসহ জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

লক্ষ্মীপুর জেলা শাখার আমির এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়া বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুরে হিন্দু সম্প্রদায়ের ভাইদের পাশে আছে। আমরা তাদের সার্বিক বিষয়ে খোঁজ-খবর রাখছি এবং নির্বিঘ্নে পূজা উদযাপন করার আশ্বাস দিয়েছি।

মণ্ডপ পরিদর্শনকালে পূজা কমিটির নেতৃবৃন্দরা জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলার নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান ও পাশে থাকার জন্য কৃতজ্ঞতা পোষণ করেন।

এনজে

শেয়ার