Top
সর্বশেষ
মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত আজ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ু অস্বাস্থ্যকর

নবীনগরে মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার জব্দ, আটক ১১

৩০ অক্টোবর, ২০২৪ ৬:৩০ অপরাহ্ণ
নবীনগরে মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার জব্দ, আটক ১১
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় পাঁচটি ড্রেজারসহ ১১ শ্রমিককে আটক করা হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার চরলাপাং গ্রামের নিকটবর্তী মেঘনা নদীতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু মুছা।

আটকৃতরা হলেন, আলমগীর হোসেন(৫৪) মতলব উত্তর চাঁদপুর, মো. জসিম উদ্দিন (৩৯) সোনারগাঁও, মো. খোকন(৪০) ভোলা, আবদুর রহমান(২৬) লক্ষীপুর, মোস্তফা (৩৬) নতুনচর, জুবায়ের (৩৭) মতলব দক্ষিণ চাঁদপুর, আল আমিন(২৮)ভোলা, কামাল ভূইয়া(৫২) মুন্সিগঞ্জ, হুমায়ুন কবির (৩০) পটুয়াখালী, মো.নবীর(২৬) লক্ষীপুর, ইমাম হোসেন (৩৬) পটুয়াখালী। পরে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের মামলায় বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে আদালতে পাঠানো হয়েছে এবং আটককৃত ৫ টি ড্রেজার জব্দ করা হয়েছে।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু মুছা বলেন, জনস্বার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

এম জি

শেয়ার