Top
সর্বশেষ
১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত

দলের গোলামি করলে প্রজাতন্ত্রের চাকরি করতে পারবেন না: নুর

৩০ অক্টোবর, ২০২৪ ৯:৫৪ অপরাহ্ণ
দলের গোলামি করলে প্রজাতন্ত্রের চাকরি করতে পারবেন না: নুর
জেলা প্রতিনিধি :

কোনো রাজনৈতিক দলের গোলামি করলে প্রজাতন্ত্রের চাকরি করতে পারবেন না বলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের হুঁশিয়ার করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

বুধবার (৩০ অক্টোবর) বিকেল ৪টায় পটুয়াখালীর দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে গণসংবর্ধনা অনুষ্ঠানে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, যারা জনগণের জন্য কাজ করবে না তাদের চাকরিচ্যুত করা হবে। যারা জনগণের বিরুদ্ধে দাঁড়াবে তাদের সরকারি চাকরি থেকে বিতাড়িত করা হবে।

তিনি বলেন, আমরা পরিষ্কারভাবে বলতে চাই, সারাদেশে প্রশাসনে যারা কাজ করছেন, আপনারা যদি কোনো রাজনৈতিক দলের গোলামি করেন প্রজাতন্ত্রের চাকরি করতে পারবেন না।

দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) প্রসঙ্গে নুর বলেন, বেশ কিছু নেতা আপনাদের এই উপজেলার ইউএনওর বিরুদ্ধে অভিযোগ করেছেন। যদি সেটা সত্য হয়, তাহলে তাকে এখান থেকে বিদায় নিতে হবে। সে ব্যবস্থা আমি করবো।

তিনি আরও বলেন, বয়স্ক ভাতাসহ সরকারি যেসব সুযোগ-সুবিধা রয়েছে, সেগুলো কোনো রাজনৈতিক বিবেচনায় নয়; প্রকৃতপক্ষে যারা হতদরিদ্র, অসহায় তাদের দিতে হবে।

গণসংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর গণঅধিকার পরিষদের সভাপতি গোলাম কিবরিয়া, সিনিয়র সহসভাপতি শফিকুল ইসলাম সাগর, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন তালুকদার ফয়সাল, সাংগঠনিক সম্পাদক সোহাগ ফরাজি, মহানগর ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, মহানগর যুব অধিকার পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন, শ্রমিক অধিকার পরিষদের ইলিয়াস মিয়া।

বিএইচ

শেয়ার