Top
সর্বশেষ

লক্ষ্মীপুরে কম্পিউটার প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণ

৩১ অক্টোবর, ২০২৪ ৩:০০ অপরাহ্ণ
লক্ষ্মীপুরে কম্পিউটার প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণ

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে কম্পিউটার প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার (৩১অক্টোবর) দুপুরে শহর সমাজসেবা কার্যালয় এমন আয়োজন করে। দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের অধীনে ৮০জন কম্পিউটার প্রশিক্ষনার্থীদের মাঝে এ সনদপত্র বিতরণ করা হয়। এছাড়া নতুন ব্যাচের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের সমন্বয় পরিষদের সভাপতি আসাদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক স্বপন কুমার হালদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক মোঃ মাহবুবুর রহমান, বিশিষ্ট সাংবাদিক সেলিম উদ্দিন নিজামী, লক্ষ্মীপুর জজ কোর্টের আইনজীবী এডভোকেট নুর মোহাম্মদ, সমাজসেবা অফিসার মোঃ শরীফ হোসেন, সমন্বয় পরিষদের সহ-সভাপতি মোঃ আবদুল খালেক, নারী নেত্রী মমতাজ বেগম, মাছুমা বেগম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রশিক্ষক মোঃ আব্দুর রশীদ।

অতিথিরা বলেন, জীবনে সফল হতে হলে দক্ষতা অর্জন করতে হবে। দক্ষতা অর্জন হলে কর্মসংস্থান তৈরি হয়। বর্তমান যুগে কম্পিউটারের গুরুত্ব সর্বাধিক। প্রত্যেকটি সেক্টরে কম্পিউটারের ব্যবহার রয়েছে। তাই কম্পিউটার প্রশিক্ষণের চাহিদা বেড়েছে। যারা কম্পিউটার প্রশিক্ষণ গ্রহন করেছে তাদের কোন না কোন ভাবে কর্মসংস্থান হয়েছে। তাই সকলকে কম্পিউটারে দক্ষতা অর্জন করতে হবে।

এনজে

শেয়ার