Top

চট্টগ্রামে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে আটক ২

৩১ অক্টোবর, ২০২৪ ৪:২৯ অপরাহ্ণ
চট্টগ্রামে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে আটক ২
চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট মোড়ে স্বাধীনতা স্তম্ভের উপর হিন্দু ধর্মের ‘আমি সনাতনী’ লেখা গেরুয়া পতাকা তুলে দেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাজেশ চৌধুরী (১৮) ও হৃদয় দাশ (২৫) নামের দুইজনকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ।

বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় নগরীর সদরঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ।

আটক রাজেশ চৌধুরী নগরীর কোতয়ালী থানাধীন আলকরণ দোভাষ কলোনির (৪ নম্বর গলি) মৃত শ্যামল চৌধুরীর ছেলে এবং হৃদয় দাশ একই এলাকার অমল দাশের ছেলে।

উল্লেখ্য, গত শুক্রবার (২৫ অক্টোবর) সনাতন সম্প্রদায় তাদের ৮ দফা দাবি আদায়ের জন্য চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাবেশ করে। ঐ সমাবেশ থেকে দাবি আদায়ের জন্য ঢাকা অভিমুখে লংমার্চের ঘোষণাও দেওয়া হয়েছিল।

সমাবেশ শেষে মিছিল সহকারে চট্টগ্রাম নিউ মার্কেট মোড়ে স্বাধীনতা স্তম্ভ শীর্ষে থাকা জাতীয় পতাকার উপর হিন্দু ধর্মের “আমি সনাতনী” লেখা গেরুয়া পতাকা উড়ানো হয়। পরে মিছিলটি সিটি কলেজের রোড হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এ ঘটনায় জাতীয় পতাকা আইন ১৯৭২-এর ৩ এবং ২০১০-এর ২০ নং ধারা লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ ওঠে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফজলুল কাদের চৌধুরী বলেন, জাতীয় পতাকা অবমাননার দায়ে দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এম জি

শেয়ার