ঢাকা কলেজ প্রতিনিধি: ঢাকা কলেজের আবাসিক হলে জুলাই আন্দোলনে ছাত্রদের ওপর হামলাকারী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই বেপরোয়া কর্মীকে ছাত্রদল নেতা অবৈধভাবে আশ্রয় প্রদানে গ্রেফতারের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের তথ্যমতে, নিষিদ্ধ সংগঠন ঢাকা কলেজ ছাত্রলীগের দুই কর্মীর নাম হোসাইন জাহিদ ও হাবিবউল্লাহ। তারা উভয়েই কলেজের বাংলা বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী।
এটিএন নিউজের ধারণ একটি ফুটেজে দেখা যায়, গত ১৭ জুলাই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার অবরোধ কর্মসূচিতে আন্দোলনকারীদের ওপর লাঠি দিয়ে হামলা করছে ঢাকা কলেজ ছাত্রলীগের দুই কর্মী হোসাইন জাহিদ ও হাবিবউল্লাহ।
ঢাকা কলেজ উত্তর ছাত্রাবাসের একাধিক শিক্ষার্থীদের সূত্রমতে, হামলাকারী ছাত্রলীগের দুই কর্মীকে হলে আশ্রয়দানকারী ঢাকা কলেজ উত্তর ছাত্রাবাসের ছাত্রদলের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম খোকন। কলেজ প্রশাসন কর্তৃক সিট বরাদ্দ না পেলেও এ অভিযুক্তরা ছাত্রদল নেতার আশ্রয়ে উত্তর ছাত্রাবাসের ২০৮ কক্ষে অবস্থান করছিলেন। তবে বিষয়টি সাধারণ শিক্ষার্থীরা জানলে হল থেকে গোপনে পালিয়ে যায় আন্দোলনে হামলাকারী দুই ছাত্রলীগ কর্মী।
এ প্রসঙ্গে ঢাকা কলেজ উত্তর ছাত্রাবাসের ছাত্রদলের সাধারণ সম্পাদক খাইরুল কবির খোকন বলেন, জুলাই আগষ্ট আন্দোলনে আমি প্রত্যেকটি দিন সামনে থেকে আন্দোলন করেছি। বিগত ১৫ বছরে প্রতিটি আন্দোলনে সর্বোচ্চ ত্যাগ শিকার করেছি। যে ছেলেগুলোর বিরুদ্ধে অভিযোগ দেয়া হচ্ছে সে ছেলেগুলোর সাথে আমার পরিচয় ছিল না। দেশের পরিস্থিতি যখন ভালো হয়েছে তখন ৫ আগষ্টের পরে আমরা যখন ক্যাম্পাসে মুভ করছি তখন ওদের সাথে পরিচয় হয়েছি। ওরা যে আগে ছাত্রলীগ করেছে আমি এ বিষয়গুলো টোটালি জানতাম না। যদি জানতাম কোন জায়গায় ওদের নামে ছাত্রলীগ ব্লেম আছে, ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত তাহলে তো আমি ওদের প্রশয় দিতে পারি না।
ছাত্রলীগের দুই কর্মী কলেজ কর্তৃপক্ষ থেকে হলে সিট বরাদ্দ না পেয়ে কিভাবে হলে অবস্থান করছেন জানতে চাইলে তিনি বলেন, অবৈধভাবে না। ওরা হলে গেষ্ট হিসেবে ছিল যে আমি বাইরে সিট নিচ্ছি ভাই। সিট দেখতেছি, আমি চলে যাব ভাই। অল্প কিছুদিন ধরে আমার রুমে। আমার রুমে তো দীর্ঘদিন ধরে না। ওদের বিরুদ্ধে যে অভিযোগ আছে সেটা আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল রেখে আমার দাবি থাকবে পুলিশ প্রশাসন ওদের আইনের আওতায় নিয়ে আসুক।
জুলাই-আগষ্ট ছাত্রজনতার আন্দোলনের হামলাকারী হলে অবৈধভাবে অবস্থান করার প্রতিবাদে বিক্ষোভকারী শিক্ষার্থী রাকিব হাসান বলেন, বুধবার(৩০ অক্টোবর) রাত ৮টার দিকে আমাদের এক বন্ধু জুলাই আন্দোলনের ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করেছে ১৫ জুলাই থেকে ৫ আগষ্ট পর্যন্ত আন্দোলনকারীদের উপর দুইজন হামলাকারী নর্থের ২০৮ নাম্বার রুমে অবস্থান করতেছে। তারা জঙ্গী সংগঠন ছাত্রলীগের সমর্থক। এটা জানার পরে শিক্ষার্থীরা ক্যাম্পাসে তাৎক্ষণিক বিক্ষোভ করে। যেহেতু এটা আমাদের জুলাই বিপ্লবের স্পিরিটের সাথে সাংঘর্ষিক। যারা আমাদের রক্তের সাথে খেলেছে তারা কোনভাবেই এই ক্যাম্পাসে থাকতে পারবে না। সেজন্য শিক্ষার্থীরা হল পাড়ায় যারা আছে তারা প্রতিবাদ করেছে। এটাও জানতে পেরেছি তারা জানার সাথে সাথে হল ত্যাগ করেছে। হল প্রশাসনের কাছে দাবি জানায় নিষিদ্ধ সংগঠনের কেউ যেন ক্যাম্পাসে আমাদের সাথে ক্যাম্পাস শেয়ার না করতে পারে।
জুলাই আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলাকারী অবৈধভাবে হল অবস্থান করেছেন এ বিষয়ে ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, এ বিষয়ে যদি কোন তথ্য প্রমাণ পাওয়া যায়। তাহলে তথ্য পাওয়ার পরে আমরা এ বিষয়ে অবশ্যই সিদ্ধান্ত নিব। আপনারা তথ্য প্রমাণ দিয়ে সহযোগিতা করুন।
এবিষয়ে ঢাকা কলেজ ছাত্রদলের সভাপতি শাহীনুর রহমান শাহীন বলেন, আমি বিষয়গুলো আগে থেকে জানতাম না তবে যদি তদন্ত সাপেক্ষে এটা সত্য হয় তাহলে কেন্দ্রকে অবহিত করে আমরা অবশ্যই সাংগঠনিক সিদ্ধান্ত নিব।
এনজে