বাজার নোংরা ও ময়লামুক্ত রাখতে লক্ষ্মীপুরে ডাস্টবিন স্থাপন করেছে স্বেচ্ছাসেবীরা। এছাড়া বাজারের ব্যবসায়ীদের নিদিষ্ট স্থানে ময়লা ফেলার আহবান জানান তারা।
সমাজ সংস্কার ও উন্নয়নমুখী কাজের অংশ হিসেবে এমন উদ্যোগ গ্রহন করেন দিঘলী উন্নয়নের অগ্রযাত্রা সংঘ।
শনিবার (২নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন সংগঠনটির আহবায়ক আরিফুল ইসলাম।
তিনি জানান, লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী বাজার যাতে নোংরা ও ময়লামুক্ত থাকে সে লক্ষ্যে কার্যক্রম হাতে নিয়েছে দিঘলী উন্নয়নের অগ্রযাত্রা সংঘ। এ কার্যক্রমের অংশ হিসেবে দিঘলী বাজার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বাজারে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ডাস্টবিনের স্থাপন করা হয়। এতে করে বাজারের সাধারণ ময়লা গুলো নির্দিষ্ট ডাস্টবিনে ফেললে বাজারে পরিষ্কার ও সুন্দর থাকবে।
এ কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আরফিন শিহাব, বিল্লাল হোসেন, সোলাইমান, ঈমাম হোসেন রাফি, আবদুল ওহিদ, হানিফ কামাল, কাজল।
এছাড়াও সংগঠনের সদস্য আজমির হোসেন, হাবিবুর রহমান, মোহন, ফাহাদ, হালিম মাহমুদ, মারুপ, রিপন সিকদার, জাবেদ, মাহিন, শামিম সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এনজে