Top

কুবিতে ইএলডিসি’র ‘টিক ইয়োর টক ৩.০’ প্রতিযোগিতায় প্রথম মাইনুল

০২ নভেম্বর, ২০২৪ ৮:৩৩ অপরাহ্ণ
কুবিতে ইএলডিসি’র ‘টিক ইয়োর টক ৩.০’ প্রতিযোগিতায় প্রথম মাইনুল
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগী সংগঠন ‘এন্ট্রাপ্রেনিউরশিপ অ্যান্ড লিডারশিপ ডেভেলপমেন্ট ক্লাব’ (ইএলডিসি) এর আয়োজনে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হলো জনপ্রিয় পাবলিক স্পিকিং প্রতিযোগিতা “টিক ইয়োর টক ৩.০”।

শনিবার (২ নভেম্বর) বিকেল ৩টায় ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স রুমে এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফাইনাল পর্বে প্রতিযোগিতায় অংশ নেন ১০ জন প্রতিযোগী, যাদের মধ্যে মাইনুল ইসলাম প্রথম স্থান অর্জন করেন। দ্বিতীয় স্থান অধিকার করেন কানিজ ফাতেমা, এবং যৌথভাবে তৃতীয় স্থান লাভ করেন ফাহিমা সুলতানা রাতোয়া ও আসিফ ফেরদৌস জিডনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহম্মদ আহসান উল্ল্যাহ।

অধ্যাপক ড. আহসান উল্ল্যাহ বলেন, “আমাদের উদ্যোগী হতে হবে যাতে চাকরির পিছনে না ছুটে নিজেরাই কর্মসংস্থান সৃষ্টি করতে পারি। ইএলডিসির মতো সংগঠনগুলো এ ধরনের মানসিকতা গড়ে তোলার জন্য কাজ করছে। নিজেদের মধ্যে নেতৃত্বের গুণাবলী বিকশিত করে দেশকে এগিয়ে নেওয়ার চিন্তা করতে হবে।”

অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, “প্রাসঙ্গিক এবং সার্বজনীন উপস্থাপনা সাফল্যের চাবিকাঠি। এমন উদ্যোগ থেকে তরুণ নেতৃত্ব তৈরি হবে, যারা আমাদের সঠিকভাবে প্রতিনিধিত্ব করতে পারবে।”

ইএলডিসি ক্লাবের সভাপতি শাহরিয়ার সাফল্য বলেন, “আমাদের কমিটি দায়িত্ব নেওয়ার পর থেকে শিক্ষার্থীদের উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছি। অভিজ্ঞতা কম থাকলেও আমরা চেষ্টা করেছি প্রথম থেকেই সংগঠনটিকে গতিশীল রাখতে।”

প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবদুল্লাহ আল মাহবুব, প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মুতাসিম বিল্লাহ, এবং মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মাহফুজুর রহমান।

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইএলডিসি ক্লাব শিক্ষার্থীদের উদ্যোক্তা দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে নিয়মিত কাজ করে যাচ্ছে। “টিক ইয়োর টক” প্রতিযোগিতা শিক্ষার্থীদের পাবলিক স্পিকিং স্কিল ও আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে বিশেষ ভূমিকা পালন করছে।

বিএইচ

শেয়ার