Top

বিজয়নগরে গণঅধিকার পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত

০২ নভেম্বর, ২০২৪ ৮:৪৭ অপরাহ্ণ
বিজয়নগরে গণঅধিকার পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

গণঅধিকার পরিষদের (জিওপি) ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ নভেম্বর) বিকালে উপজেলার হরষপুর ইউনিয়নের পাঁচগাঁও বাজারে হরষপুর ইউনিয়ন ছাত্র, যুব ও গণঅধিকার পরিষদ এ সভার আয়োজন করেন।

বিজয়নগর উপজেলা যুব অধিকার পরিষদের আহ্বায়ক মোঃ আল আমিন খন্দকারের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মোঃ লোকমান মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক কাজী রাজিউর রহমান তানভীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা গণ অধিকার পরিষদের সদস্য সচিব হাসানুর রহমান ওবায়দুল্লাহ এবং বিজয়নগর উপজেলা যুব অধিকার পরিষদের সদস্য সচিব মোঃ শাহ আলম।

আগামী নির্বাচনে ট্রাক প্রতীকে ভোট দিয়ে ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে গণঅধিকার পরিষদকে রাষ্ট্র সংস্কারে সহযোগিতার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, আওয়ামীলীগ চোর, সন্ত্রাসী, লুটেরা ও মাফিয়াদের দল। আওয়ামীলীগ গত ১৬ বছর দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছে। জনগণের ভোটের অধিকার, কথা বলার অধিকার ও ন্যায় বিচার পাওয়ার অধিকার কেড়ে নিয়েছিল। গুম, খুনের রাজত্ব কায়েম করেছিল। নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী ছাত্রলীগের মতো আওয়ামীলীগকেও জনগণ রাজনীতি থেকে নিষিদ্ধ করবে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে খুনি শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে। একসাথে সংসদের ৩০০ এমপি-মন্ত্রী পালিয়েছে, এটা পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা। উন্নয়নের নামে আওয়ামীলীগ সরকার লুটপাট করেছে। মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়ে দেশে একনায়কতন্ত্র ও মুজিবের বাকশাল কায়েম করেছিল। ১হাজার ৬শতাধিক ছাত্র-জনতার জীবন এবং ৩০ হাজারের চেয়ে বেশি আহত ছাত্র-জনতার রক্ত ও ত্যাগের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশে আর কোনো স্বৈরাচার, চাঁদাবাজ ও সন্ত্রাসীর যায়গা হবে না।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জুয়েল মিয়া, জেলা গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক হাফেজ মাওলানা ভাইজিদ আহমেদ, যুগ্ম সদস্য সচিব মাহবুবুর রহমান দিনার, জেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক নিয়ামত, যুব নেতা আসলাম হোসেন, জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সমাজ সেবা বিষয়ক সম্পাদক মাসউদুর রহমান খান, বিজয়নগর উপজেলা যুব অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক মোঃ জিয়া আলমগীর প্রমুখ।

শেয়ার