Top

ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জাবি ছাত্রদলের

০৫ নভেম্বর, ২০২৪ ৩:২৫ অপরাহ্ণ
ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জাবি ছাত্রদলের
জাবি প্রতিনিধি :

সম্প্রতি দেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ আকার ধারণ করায় ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শাখা ছাত্রদল।

সোমবার (৪ অক্টোবর) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান বরাবর এক স্মারকলিপিতে ছাত্রদলকর্মী জাকিরুল ইসলামের নেতৃত্বে এ দাবি জানান তারা।

স্মারকলিপিতে বলা হয়েছে, ক্যাম্পাসের বিভিন্ন হলে ডেঙ্গুতে আক্রান্ত শিক্ষার্থীর সংখ্যা ক্রমেই বাড়ছে, যা তাদের স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্যকেন্দ্রে ডেঙ্গু রোগীর চিকিৎসার জন্য পর্যাপ্ত ওষুধ এবং প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করতে হবে। পাশাপাশি, পোস্টার, ফ্লায়ার ও সেমিনারের মাধ্যমে ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা চালানোর প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে।

স্মারকলিপিতে মশা নিধন, ক্যাম্পাসের পরিস্কার-পরিচ্ছন্নতা, জলাশয় নিয়মিত পরিষ্কার, এবং সচেতনতা কার্যক্রম বাড়ানোর সুপারিশও করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ই.এম. মাহমুদ বলেন, “জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় জাতি ও মানুষের কল্যাণে কাজ করতে দায়বদ্ধ। শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের প্রয়োজনে ঐতিহাসিকভাবে পাশে থেকেছে ছাত্রদল। ডেঙ্গুর প্রকোপে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই সংকটপূর্ণ পরিস্থিতিতেও আমাদের দায়বদ্ধতা থেকে ছাত্রদল শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে, যাতে বিশ্ববিদ্যালয় অঙ্গনে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় থাকে।”

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহান ভূঁইয়া, শামসুজ্জামান সায়েম, আদনান করিম, বাক্কি, সাদিককুর রহমান, জাহিদ হাসান, একরামুল হক, এসএম আমিনুল ইসলাম, জহিরুল ইসলাম অয়ন, মজনু মাহমুদ, শামিম, মাসুদ, তপু, এবং আবিদুর রহমান।

সংশ্লিষ্টদের মতে, ছাত্রদলের এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি এবং ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এনজে

শেয়ার