Top

কুবিতে আয়কর রিটার্ন দাখিল বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

০৫ নভেম্বর, ২০২৪ ৭:০৯ অপরাহ্ণ
কুবিতে আয়কর রিটার্ন দাখিল বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
কুবি প্রতিনিধি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল(আইকিউএসি) সহযোগিতায় কুমিল্লা কর অঞ্চলের উদ্যোগে অনলাইন আয়কর রিটার্ন দাখিল বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার( ৫ নভেম্বর) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. খলিফা মোহাম্মদ হেলালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, দেশের উন্নয়নের জন্য কর খুবই গুরুত্বপূর্ণ। তবে এই অনলাইন পদক্ষেপ একটু ঝামেলা পোহাতে হলেও এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই ধরনের কাজে আমরা তিন ধরনের ডেটাবেস দেখতে পায়। বর্তমানে এনবিআরের যে অনলাইনের মাধ্যমে কর নেওয়া হচ্ছে সেই ডেটাবেসটি স্বাধীন ডেটাবেস না। এই ডেটাবেস যেন কোন ভাবেই শেয়ার ব্যবসায়ীদের কাছে না যায় সে বিষয়ে ও হুশিয়ারি করেন।

এসময় কুমিল্লা কর অঞ্চলের কমিশনার শেখ মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক আমরা আয়কর নিয়ে প্রচারনা চালিয়ে যাচ্ছি। আমরা জুলাই থেকে শুরু করলেও নভেম্বরে এসে তাড়াহুরা পড়ে যায়। এই কারণেই আমরা অনলাইন আয়কর রিটার্ন নিয়ে কাজ করি। আমরা গত বছরও প্রায় পয়তাল্লিশ লাখ গ্রাহকের আয়কর অনলাইনে জমা নিয়েছি। ভবিষ্যতে যাতে মানুষের আয়কর দিতে ঝামেলা পোহাতে না হয় সেজন্য আমরা আয়কর রিটার্ন অনলাইনে নিয়ে কাজ করা।

সেমিনারে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল এবং ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, যুগ্ম কর কমিশনার জনাব মোঃ এনামুল কবির, আইকিউএসি অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিমসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সেমিনারে কর রিটার্ন দাখিলের অনলাইন পদ্ধতি, সুবিধা ও বর্তমান কর ব্যবস্থাপনার ওপর আলোকপাত করা হয়। সেমিনারটিতে অংশগ্রহণকারী শিক্ষক এবং কর্মচারীদের অনলাইনে কর রিটার্ন দাখিলের পদ্ধতি ও সুবিধা সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

বিএইচ

শেয়ার