Top
সর্বশেষ
ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্টের ৩ টি নতুন প্রোডাক্ট উদ্বোধন আরব আমিরাতকে পেছনে ফেলে রেমিট্যান্স আহরণে শীর্ষ উৎস যুক্তরাষ্ট্র আরও ৩০ সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল মাওলানা সাদকে দেশে আসতে দিলে সরকারকে পালাতে হবে সাবেক এমপি মেজর মান্নানের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা আয়নাঘরের চেয়েও ভয়াবহ ঘরের সন্ধান পাওয়া গেছে: গুম কমিশন প্রধান পিলখানা হত্যা মামলার পুনঃতদন্তে হাইকোর্টের রুল সোহরাওয়ার্দীতে অনুষ্ঠিত হচ্ছে ইসলামি মহাসম্মেলন আইকিউএয়ার সূচকে আজ বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকা তৃতীয় সাইবার নিরাপত্তা আইন এক সপ্তাহের মধ্যে বাতিল: উপদেষ্টা নাহিদ

বেরোবির নতুন রেজিস্ট্রার ড. হারুন-অর-রশিদ

০৫ নভেম্বর, ২০২৪ ৭:৩৬ অপরাহ্ণ
বেরোবির নতুন রেজিস্ট্রার ড. হারুন-অর-রশিদ
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) নতুন রেজিস্ট্রার হিসেবে যোগদান করেছেন ইস্টার্ন ইউনিভার্সিটির সাবেক ডেপুটি রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ। বিশ্ববিদ্যালয়ের ১০৮তম সিন্ডিকেট সভার সিদ্ধান্তক্রমে গঠিত সার্চ কমিটির সভার সুপারিশে তাকে রেজিস্ট্রার পদে নিয়োগ দেওয়া হয়।

মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে সিন্ডিকেট রুমে নবনিযুক্ত রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশীদ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, দপ্তর ও শাখা প্রধানদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী, সাবেক রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) প্রফেসর ড. মো. তাজুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. ইলিয়াছ প্রামাণিক প্রমুখ উপস্থিত ছিলেন।

বেরোবির নবনিযুক্ত রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশীদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ হতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে তিনি একই বিভাগ হতে এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

বিএইচ

শেয়ার