Top
সর্বশেষ

নবীনবরণে ১৫০০ শিক্ষার্থীকে কুরআন উপহার দিলো জাবি কালচারাল স্টাডি ক্লাব

০৬ নভেম্বর, ২০২৪ ৯:১৮ অপরাহ্ণ
নবীনবরণে ১৫০০ শিক্ষার্থীকে কুরআন উপহার দিলো জাবি কালচারাল স্টাডি ক্লাব
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ৫৩ তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের কুরআন দিয়ে বরণ করে নিয়েছে জাবি কুরআন এন্ড কালচারাল স্টাডি ক্লাব। অনুষ্ঠানে প্রায় পনের শ’ নবীন শিক্ষার্থীর মাঝে কুরআন বিতরন করা হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) বেলা ২টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটরিয়ামের গ্যালারি কক্ষে এ নবীনবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রায় দুই হাজার শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান আলোচক প্রফেসর মোখতার আহমেদ বলেন, মানুষের নৈতিকতা তৈরিতে ব্যক্তির নিজস্ব দায়বদ্ধতা রয়েছে এবং তা চেষ্টার মাধ্যমে অর্জন করা সম্ভব। আল্লাহ মানুষকে তিনটি দায়িত্ব দিয়েছেন: জমিনের মধ্যে নেতৃত্ব দেওয়া, সভ্যতা প্রতিষ্ঠা করা এবং আল্লাহর ইবাদত করা। এই দায়িত্ব পালনের জন্য প্রথম কাজ হলো নিজেকে গঠন করা, আর নিজেকে গঠন করার একমাত্র উপায় হলো অধ্যয়ন। তিনি কুরআনের প্রথম শব্দ ‘পড়’ উল্লেখ করে বলেন, আল্লাহ তায়ালা মানুষকে পড়তে বলেছেন, কারণ শিক্ষা ছাড়া দায়িত্ব পালন করা সম্ভব নয়।

এছাড়াও তিনি নবীনদের উদ্দেশ্যে ইসলামী শিক্ষার গুরুত্ব এবং নৈতিক উন্নয়ন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, ইসলামী শিক্ষার মাধ্যমে মানুষের চরিত্র গঠন সম্ভব এবং এটি মানবজীবনের প্রকৃত উদ্দেশ্য ও লক্ষ্য অর্জনে সহায়ক হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, কুরআন এন্ড কালচারাল স্টাডিজ ক্লাবের এ ধরনের আয়োজন আমাদের ইহজাগতিক ও পরজাগতিক কল্যাণ বয়ে আনবে। তিনি বলেন, ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। এই জীবন বিধান সম্পর্কে জানতে ও আমাদের জীবনে চর্চা করতে কুরআন পাঠ অত্যাবশকীয়। কুরআন পাঠ বা এর ব্যাখ্যা করতে পারলে আমাদের লক্ষ্য অর্জন হবে না। লক্ষ্য অর্জন করতে আমাদের জীবন আচরণে কুরআনের শিক্ষা প্রতিফলিত হতে হবে।

বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান শিক্ষার্থীদের সময়ের সদ্বব্যবহার, পিতা মাতা অখুশি হয় এমন কাজ না করা, সন্ধ্যার আগে রুমে এসে প্রতিদিনের একাডেমিক অধ্যয়ন যথাযথ পড়া এবং নিজেকে বাস্তববাদী হিসেবে গড়ে তোলার উপদেশ দেন।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রব, আল কোরআন একাডেমি লন্ডন এর চেয়ারম্যান ড. মুনির উদ্দিন আহমদ

সংগীত পরিবেশন করেন, নাশীদ শিল্পী আবু উবায়দা এবং শিশু শিল্পি ঈশরাক সুহায়েল।

ক্লাবের উদ্যোগে নবীন শিক্ষার্থীদের মাঝে কুরআন বিতরণ ছাড়াও গিফট কার্ড, চাবির রিং এবং বই স্টলে ৫০% ছাড়ে বই বিক্রির ব্যবস্থা করা হয় ।

বিএইচ

শেয়ার