গত ৭ই আগষ্ট ২০২৪, হঠাৎ অজানা কারণে বালিয়ামারী বর্ডার হাট বন্ধ হয়ে যায়, বন্ধ হওয়ার পর থেকে একটা কুচক্রী মহল সুবিধা নেওয়ার স্বার্থে প্রশাসনের সাথে আঁতাত করে, প্রসাশনের কাছে ভুল তথ্য দিয়ে, হাট বন্ধ রাখার পায়তারা করে আসছে। এতে দেখা গেছে, হাট কেন্দ্রীক কর্মসংস্থান সৃষ্টি হওয়া, কুলিশ্রমিক,ভ্যানশ্রমিক, নৌকার মাঝি থেকে শুরু করে প্রায় হাজারের উপরে মানুষ কর্মহীন হয়ে অসহায়ের মত জীবনযাপন করছেন। আজ বৃহস্পতিবার বর্ডার হাট পুনরায় চালু করার দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বেলা ১১টায় রাজীবপুর উপজেলা পরিষদের সামনে রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি রাজীবপুর উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন হয়। মানববন্ধন শেষ করে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি হস্তান্তর করা হয়। মানববন্ধনে হাটকেন্দ্রীক কর্মহীন হয়ে পরা হাজারের উপরে জনসাধারণ উপস্থিত ছিলেন। মানববন্ধনে রাজীবপুর উপজেলা রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির আহবায়ক রবিউল ইসলামের সঞ্চলনায় বক্তব্য রাখেন, রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির সদস্য সচিব, শিপন মাহমুদ, রাজীবপুর উপজেলা রাষ্ট্র সংস্কার আন্দোলনের আহবায়ক আবু সাইদ, সদস্য সচিব সুমন মাহমুদ, ভূমিহীন সমিতির সভাপতি আব্দুর রশিদ, ফরিদ উদ্দিন ডিলার, সাংবাদিক মাইদুল ইসলাম,লিটন মিয়া প্রমুখ।
এনজে