গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকায় শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদ এবং হাজিরা বোনাস বৃদ্ধির দাবিতে তিনটি কারখানার ১০ হাজার পোশাক শ্রমিক কর্মবিরতি পালন করে বিক্ষোভ করেছেন। এর মধ্যে একটি কারখানার শ্রমিকেরা কর্মবিরতি পালন করছেন। এ ছাড়া বিভিন্ন দাবিতে ওই এলাকার ১৪টি পোশাক কারখানা বন্ধ ঘোষনা করেছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ৯টায় স্থানীয় এম এম নীটওয়্যার লিমিটেড এবং মামুন নীটওয়্যার লিমিটেড পোশাক কারখানার শ্রমিকেরা কারখানা অভ্যন্তরে কর্মবিরতি শুরু করেন। বেলা ১২ টার দিকে কারখানা কর্তৃপক্ষ আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করলেও শ্রমিকরা কারখানার ভিতরে অবস্থান করছেন।
কারখানাগুলো হলো কোনাবাড়ী এলাকার এম এম নিটওয়্যার লিমিটেড, জরুন এলাকার স্বাধীন গার্মেন্টস লিমিটেড এবং বাইমাইল কাশেম ল্যান্ডস কারখানা।
বিক্ষোভকারী শ্রমিকরা জানায়, গত ৩ নভেম্বর মধ্যাহ্ন বিরতির পর থেকে বিভিন্ন দাবীতে কর্মবিরতি শুরু করে। কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের কিছু দাবী মেনে নেয়। পরে তাদের সবগুলো দাবী মেনে নেয়ার জন্য তারা উৎপাদন কাজে যোগদান না দিয়ে বিক্ষোভ করতে থাকে। ওইদিন কর্তৃপক্ষ কারখানা ছুটি ঘোষনা করে। পরদিন ৪ নভেম্বর কারখানা কর্তৃপক্ষ নিরাপত্তার স্বার্থে শ্রম আইন ২০০৬ এর ১৩ (১) ধারায় কারখানার সকল কার্যক্রম অনির্দিকালের জন্য বন্ধ ঘোষণা করে। পরিস্থিতি স্বাভাবিক হলে গত ৯ নভেম্বর অযৌক্তিক দাবী নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে এম এম নীটওয়্যার লিমিটেডের ৬৮ জন এবং মামুন নীটওয়্যার লিমিটেডের ৪৫ জন শ্রমিককে চাকুরিচ্যুতি করে। ১০ নভেম্বর থেকে শ্রমিকরা কাজে যোগদান করলেও মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ৯ টা থেকে হঠাৎ ছাঁটাইকৃত শ্রমিকদের পূনর্বহালের দাবিতে কাজ বন্ধ করে কারখানা অভ্যন্তরে বিক্ষোভ শান্তিপূর্ণ করতে থাকে।
তারা আরো জানায়, মালিকপক্ষ তাদেরকে কথা দিয়েছিল কোন শ্রমিককে ছাঁটাই করা হবেনা। কিন্তু কারখানা কর্তৃপক্ষ তাদের সাথে দেওয়া কথা না রেখে অযৌক্তিক কারণ দেখিয়ে শ্রমিক ছাঁটাই করেছে। এজন্যই আমরা কাজ বন্ধ করে প্রতিবাদ জানাচ্ছি।
এম এম নীটওয়্যার লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা মনোয়ার হোসেন বলেন, যেসব শ্রমিকদের চাকুরিচ্যুতি করা হয়েছে তাদেরকে শ্রম আইন অনুযায়ী পাওনা পরিশোধ করে দেওয়া হয়েছে। আজকে কিছু শ্রমিক চাকুরিচ্যুতি শ্রমিকদের পুনর্বহালের দাবীতে কাজ বন্ধ করে বিক্ষোভ করে।
অপরদিকে, কোনাবাড়ী জরুন এলাকায় স্বাধীন গার্মেন্টসের শ্রমিকরা কারখানার প্রধান ফটকে অক্টোবর মাসের বকেয়া বেতনের দাবিতে তিনদিন যাবত কাজ বন্ধ করে বিক্ষোভ করছে।
স্বাধীন গার্মেন্টসের ব্যবস্থাপক আসাদুজ্জামান বলেন, ব্যাংকিং ঝামেলার কারণে বেতন দিতে কিছুটা দেরি হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধের চেষ্টা করা হচ্ছে।
কোনাবাড়ী (বাইপাইল) এলাকার কাসেম ল্যান্ডস কারখানার শ্রমিকরা হাজিরা বোনাস, টিফিন বিল ও নাইট বিলসহ ১০ দফা দাবিতে দুইদিন যাবত বিক্ষোভ করছেন।
গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার (এসপি) সারোয়ার আলম বলেন, মঙ্গলবার (১২ নভেম্বর) গাজীপুরে ১৪ টি কারখানা বন্ধ রয়েছে। এছাড়াও কোনাবাড়ীতে এম এম নীটওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকরা ছাঁটাইকৃত শ্রমিকদের পুনর্বহালের দাবীতে কর্মবিরতি পালন করছেন।
এনজে