Top

মহেশখালীতে পুলিশের লুট হওয়া পিস্তলসহ ডাকাত জিয়া আটক

১৪ নভেম্বর, ২০২৪ ৩:৩৫ অপরাহ্ণ
মহেশখালীতে পুলিশের লুট হওয়া পিস্তলসহ ডাকাত জিয়া আটক

মহেশখালীতে পুলিশের লুট হওয়া ০১ টি দেশীয় পিস্তল, ০২ টি ম্যাগাজিন এবং ২২ রাউন্ড গোলা সহ কুখ্যাত, দুর্ধর্ষ ও মোস্ট ওয়ান্টেড ডাকাত জিয়া বাহিনীর প্রধান জিয়াউর রহমান ও তার সঙ্গী মহিউদ্দিন কে আটক করেছে কোস্ট গার্ড

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪ তারিখ সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, কক্সবাজারের মহেশখালী থানাধীন কালারমারছড়া ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডের মোহাম্মদ শাহ ঘোনা এলাকায় ০১ টি টিনের ঘরে ৪ থেকে ৫ জন কুখ্যাত ও মোস্ট ওয়ান্টেড অস্ত্রধারী ডাকাত অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অদ্য ১৪ নভেম্বর ২০২৪ তারিখ ভোর ০৫২০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের দুটি চৌকস দল ও বাংলাদেশ পুলিশের সমন্বয়ে উক্ত এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময় অস্ত্রধারীরা যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে যৌথবাহিনীর সদস্যরা ধাওয়া করে কুখ্যাত ও দূর্ধর্ষ ডাকাত দল জিয়া বাহিনীর প্রধান মোঃ জিয়াউর রহমান (৪৪) ও তার সঙ্গী মোঃ মহিউদ্দিন (৩৮) নামের দুই জন মোস্ট ওয়ান্টেড ডাকাতকে বাংলাদেশ পুলিশের লুট হওয়া ০১ টি বিদেশি পিস্তল, ০১ টি দেশীয় পিস্তল, ০২ টি ম্যাগাজিন, ২২ রাউন্ড গোলা, ০১ টি দেশীয় দা সহ আটক করতে সক্ষম হয়।

এনজে

শেয়ার