এখনো বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শহীদদের তালিকা তৈরি করতে ও বাজারের সিন্ডিকেট ভাঙতে না পারায় অন্তর্বর্তী সরকারের উপর ক্ষোভ ঝেড়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন। আগামী ১৫ দিনের মধ্যে শহীদদের তালিকা তৈরি করে তাদেরকে জাতীয় বীর হিসেবে ঘোষণা দিতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে ভাটারা থানা জামায়াতের কর্মী সমাবেশে এসব কথা বলেন। ভাটারা থানা আমির এডভোকেট রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান মুসা, মহানগর উত্তর সেক্রেটারি ড. রেজাউল করিম সহকারী সেক্রেটারি নাজিমউদ্দিন মোল্লা। এছাড়া জামায়াত নেতা মুহাম্মদ হেদায়াতুল্লাহ, কুতুবুদ্দিন, ফজলে আহমেদ, আব্দুস সবুর ফরহাদ, ইঞ্জিনিয়ার আবুল বশর ও আহমেদ ওজায়ের উপস্থিত ছিলেন। সমাবেশটি পরিচালনা করেন ভাটারা থানা জামায়াতের সেক্রেটারি আহমাদ সালমান।
জামায়াত নেতা সেলিম উদ্দিন বলেন, ছাত্রজনতার জীবন ও রক্তের বিনিময়ে ঘনকালো অন্ধকার পেরিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। আমাদের গন্তব্য শেষ হয়নি, আমাদের আরও অনেক দূর যেতে হবে। এদেশের মানুষকে ফ্যাসিবাদ থেকে মুক্ত করতে যারা জীবন দিয়ে অবদান রেখেছেন, সরকারের প্রথম কাজ ছিল এসব শহীদদের তালিকা তৈরি করা। কিন্তু সরকার সেটা করতে পারেনি। সরকারের উচিত ছিল সব শহীদদের পরিবারকে সহায়তা দেয়া। কিন্তু সেটাও সরকার করতে পারেনি। আজকের সমাবেশ থেকে সরকারকে বলছি-আগামী ১৫ দিনের মধ্যে শহীদদের তালিকা করে তাদেরকে জাতীয় বীর ঘোষণা করতে হবে।
তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের অধিকাংশ এখনো সরকারি সহযোগিতা পায়নি। তারা উন্নত চিকিৎসা পাচ্ছে না। আমরা সরকারকে বলবো-আহতদেরকে যদি চিকিৎসার জন্য বিদেশে নিতে হয় তাহলে সেই ব্যবস্থা করুন। তাদের যেন কোনো ক্ষতি না হয়। আর সরকারের অবহেলার কারণে যদি আহতদের কেউ ক্ষতিগ্রস্ত হয় তাহলে এর দায় আপনারা এড়াতে পারবেন না।
জামায়াত নেতা বলেন, সরকারকে ব্যর্থ হওয়া যাবে না। এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে ফ্যাসিবাদ আবার ফিরে আসার পথ সুগম হবে। সরকার পরিচালনায় যদি আরও দক্ষ ও সক্ষম লোক দরকার হয় তাহলে লোক নিয়োগ দিন। কিন্তু কোনোভাবেই আপনাদেরকে ব্যর্থ হওয়া যাবে না। জামায়াতে ইসলামী ও ইসলামি ছাত্রশিবির বৈষম্যবিরোধী আন্দোলনে অবদান রেখেছে। আমরা সরকারের পাশে আছি। দেশ পরিচালনায় সরকার যেকোনো সহায়তা চাইলে জামায়াত সেটা করতে প্রস্তুত আছে।
সরকারের উদ্দেশে সেলিম উদ্দিন বলেন, আপনারা কী সংস্কার করতে চান সেটা দেশের মানুষকে জানান। আপনাদের সংস্কারে কতদিন লাগবে সেটাও মানুষকে জানান। এগুলো প্রকাশ না করলে আপনাদের সংস্কা নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হবে।
বাজার সিন্ডিকেট নিয়ে তিনি বলেন, সরকার এখনো বাজার নিজেদের নিয়ন্ত্রণে আনতে পারেনি। বাজার সিন্ডিকেট সরকার এখনো ভাঙতে পারেনি। আপনারা কাকে ভয় পাচ্ছেন? চাদাবাজ ও সিন্ডিকেট চক্রের নাম প্রকাশ করুন। এই সরকার যদি বাজার সিন্ডিকেট ভাঙতে না পারে তাহলে আর কেউ পারবে না। এখানে সরকারকে সফল হতেই হবে। মানুষ ন্যায্যমূল্যে পণ্য কিনতে চায়। এক্ষেত্রে সরকারকে আরও কার্যকর ভুমিকা পালন করারও তিনি আহ্বান জানান।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে জামায়াত নেতা বলেন, জঙ্গিবাদের মূলহোতা ছিল শেখ হাসিনা। প্রতিবেশি দেশকে সব সুবিধা নিয়ে এদেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। জামায়াতের নেতৃবৃন্দকে হত্যা করে ৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার স্বপ্ন দেখেছিল। শেখ হাসিনা এবং তার দলের লোকেরা দেশের টাকা বিদেশে পাচার করেছে। তাকে ধরে এনে বিচার করতে হবে। বিদেশে অর্থপাচারের সাথে জড়িত তাদেরকে সবাইকে বিচারের আওতায় আনতে হবে।
সেলিম উদ্দিন বলেন, ফ্যাসিবাদের দোসররা নানা বেশে আবার ফিরে আসার চেষ্টা করছে। ইদানিং বিভিন্ন দাবিতে কিছু লোক আন্দোলন করছে। তাদের মধ্যে ফ্যাসিবাদের দোসরও আছে। তাই আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি। প্রয়োজনে আমরা আবার মাঠে নামবো। সবাইকে সজাগ থাকতে হবে। দেশকে স্থায়ীভাবে ফ্যাসিবাদ মুক্ত করতে হবে।
জামায়াত বলেন, দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও এখনো বৈষম্য বিরাজমান। পুরনো ধাচের নেতৃত্ব ও পুরনো রাজনীতি দিয়ে বৈষম্য দূর হবে না। আল্লাহর আইন ছাড়া ইনসাফ প্রতিষ্ঠা হবে না। এদেশের সংখ্যাগরিষ্ট মানুষ মুসলমান। আল্লাহর আইন প্রতিষ্ঠিত হলে সমাজে গরিব-দুঃখী থাকবে না। যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হলে মানুষের অভাব থাকবে না। তাই জামায়াতে ইসলামি আল্লাহর আইন প্রতিষ্ঠার মাধ্যমে একটা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে চায়।
তিনি বলেন, ইসলামি সরকার হলে দেশে ঘুষ-দুর্নীতি থাকবে না। বাজাওে সিন্ডিকেট থাকবে না। মানুষ কম দামে পণ্য কিনতে পারবে না। ভাল মানুষ হওয়ার জন্য চোর-ডাকাতদেরকে সময় দেয়া হবে। সময়ে মধ্যে তারা ফিরে না আসলে তাদেরকে জেলে নিয়ে নৈতিক শিক্ষা দেয়া হবে। আর কর্জে হাসানা ফান্ড চালু করা হবে-যেখান থেকে মানুষ বিনা সুদে টাকা নিতে পারবে।
তিনি বলেন, জামায়াতে ইসলামী আধুনিক ও ইসলামি শিক্ষার সমন্বয়ে শিক্ষাব্যবস্থা তৈরি করবে। আমরা যেসব প্রতিষ্ঠান তৈরি করেছি সবগুলোই উন্নত মানের ও প্রতিষ্ঠিত। মানুষ এগুলো থেকে উন্নত সেবা পাচ্ছে। তাই একবার জামায়াতে ইসলামীকে ক্ষমতায় এনে দেখুন, আমরা সবাইকে নিয়ে একটা ইনক্লোসিভ বাংলাদেশ গড়বো।
সমাবেশে মহানগর উত্তর সেক্রেটারি ড. রেজাউল করিম বলেন, স্বৈরাচারি-মাফিয়াতান্ত্রিকদের পতন হলেও ষড়যন্ত্র এখনো বন্ধ হয়নি বরং তারা ছাত্র-জনতার অর্জিত বিজয়কে নস্যাৎ ও বিতর্কিত করার জন্য নানাবিধ অপতৎপরতা অব্যাহত রেখেছে। তাই ইসলামী আন্দোলনের কর্মীদের ঘরে বসে থাকার সুযোগ নেই বরং যার যতটুকু সামর্থ আছে তা নিয়েই তা নিয়েই আমাদেরকে ময়দানে আপোষহীন ভূমিকা পালন করতে হবে।
সভাপতির বক্তব্যে এডভোকেট রেজাউল করিম বলেন, আমরা পরাজিত হওয়ার জন্য ময়দানে নামিনি বরং যেকোন মূল্যে দ্বীনকে বিজয়ী করতে আমরা বদ্ধপরিকর। আমরা হয় বিজয় হবো, না হয় শাহাদাতকে বরণ করতে সদা প্রস্তুত।
এএ